Sunday, November 9, 2025

নন্দীগ্রামে পা রেখেই নিজেকে “হিন্দু ব্রাহ্মণ” বলে জাহির করলেন শুভেন্দু

Date:

তৃণমূল (TMC) ত্যাগের আগে শুভেন্দু ধর্মনিরপেক্ষ, সর্বধর্ম সমন্বয় ইত্যাদি কথাগুলি বলতেন, বিজেপিতে (BJP) যোগদানের পর সেই শুভেন্দুর মুখে ধর্মের কথা! দল বদলের পর গেরুয়া শিবিরে যোগদানের পর এই প্রথমবার বিজেপি নেতা হিসেবে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের (Nandigram) মাটিতে পা রাখলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। এবং সেখানে গিয়ে নিজেকে হিন্দু (Hindu) ব্রাহ্মণ বলে জাহির করলেন নব্য বিজেপি নেতা। তাঁর কথায়, “আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা পালন করি। আবার যখন জনপ্রতিনিধি। তখন সেই দায়িত্বও সমানভাবে পালন করি।” নন্দীগ্রামের রোড শো থেকে স্পষ্ট বার্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদিও শুভেন্দুর এদিনের এই কর্মসূচি ছিল অরাজনৈতিক।

আজ, মঙ্গলবার নন্দীগ্রামে (Nandigram) টেঙ্গুয়া থেকে নন্দীগ্রামবাজার পর্যন্ত পদযাত্রা করে তিনি যান জানকীনাথ মন্দিরে। শুভেন্দুর নন্দীগ্রামের পদযাত্রাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় থেকে বাড়তি অক্সিজেন নিয়ে শুভেন্দু বলেন, “মন্ত্রিত্ব, বিধায়ক পদ, দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে এসেছি, মানুষ বরণ করেছে। বিধায়ক পদ ছাড়ার পর এসেছি, মানুষ বরণ করেছে। আমি বলতে চাই, আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা পালন করি। আবার যখন জনপ্রতিনিধি। তখন সেই দায়িত্বও সমানভাবে পালন করি।”

যদিও বিজেপিতে যোগদানের পর নিজেকে হিন্দু ব্রাহ্মণ বলে জাহির করার মধ্যে রাজনৈতিক মহলের একাংশ বিষয়টিকে শুভেন্দুর ধর্মীয় রাজনীতির বার্তা বলে মনে করছেন। সংশ্লিষ্ট মহলের দাবি, সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের ধর্মীয় মেরুকরণ করতে চান শুভেন্দু। যেখান তিনি রাজনৈতিক সমীকরণ-এর জল মাপার চেষ্টা করছেন। এবং
তৃণমূল ছাড়ার পর নন্দীগ্রাম তাঁর জন্য সুবিধাজনক আসন কিনা সেটাও দেখে নিতে চাইছেন শুভেন্দু।

আরও পড়ুন:করোনার অতি সংক্রামক স্ট্রেন মিলল ৬ ভারতীয়র শরীরে

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version