Sunday, August 24, 2025

আশঙ্কা বাড়িয়ে ব্রিটেন (UK) ফেরত ৬ ভারতীয়র শরীরে মিলেছে অতি সংক্রামক (infectious) করোনাভাইরাসের (coronavirus) নতুন স্ট্রেন (new strain)। তাঁদের মধ্যে ৩ জন বেঙ্গালুরুর নিমহানসে, ২ জন হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যানড মলিকিউলার বায়োলজি(সিসিএমবি) ও ১ জন এনআইভি পুণেতে চিকি‍ৎসাধীন। অসুস্থদের শরীরে মারণ ভাইরাসের নতুন প্রজাতি শনাক্ত হওয়ার পর ৬ জনকেই বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। অন্য করোনা আক্রান্তদের সঙ্গে এঁদের যাতে কোনওরকম সংযোগ না হয়, তার সতর্কতামূলক ব্যবস্থাও করা হয়েছে।

ব্রিটেনে নতুন প্রজাতির করোনাভাইরাসের খোঁজ মেলার পর গোটা বিশ্বেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এতদিন যে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছিল তার চেয়ে নয়া প্রজাতির ভাইরাস প্রায় ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নয়া স্ট্রেন মোকাবিলায় বর্ষশেষে ফের লকডাউনের পথে হাঁটতে হচ্ছে প্রশাসনকে। ব্রিটেনে সনাক্ত হওয়া করোনার নয়া প্রজাতির হদিশ মিলেছে ইউরোপের আরও ৮ দেশে। ফলে বহু দেশ ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে।

নতুন প্রজাতির অতি সংক্রামক এই করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ব্রিটেন থেকে বিমান পরিষেবা বন্ধ রেখেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। যদিও সেই বিমান পরিষেবা বন্ধের আগেই ব্রিটেন থেকে গত এক মাসে ৩৩ হাজারের মতো যাত্রী নেমেছেন দেশের বিভিন্ন বিমানবন্দরে। তাদের মধ্যে ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জনের শরীরে মিলেছে নয়া প্রজাতির ভাইরাস। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, এখনই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাযথ নজরদারি চালাচ্ছে।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version