Wednesday, August 27, 2025

সৌমেন্দু-অপসারণের প্রতিবাদে কাঁথি পুরসভা ছাড়লেন সাংসদ দিব্যেন্দু

Date:

সৌমেন্দু অধিকারীকে ( Soumendu Adhikari) কাঁথি ( Contai) পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ায় তীব্র ক্ষোভপ্রকাশ করলেন তাঁর দাদা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)৷ শুধুই ক্ষোভপ্রকাশ নয়, মঙ্গলবার রাতে সাংসদ জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে কাঁথি পুরসভায় তাঁর যে অফিস রয়েছে তাতে বুধবার থেকে আর বসবেন না তিনি।

এদিন দিব্যেন্দু বলেছেন, “কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দুর অপসারণ দুর্ভাগ্যজনক। ৫০ বছর ধরে কাঁথি পুরসভা পরিচালনা করছে অধিকারী পরিবার। যেভাবে সৌমেন্দুকে সরানো হলো তার প্রতিবাদে বুধবার থেকে পুরসভায় আমার যে দফতর রয়েছে সেখানে আর না বসার সিদ্ধান্ত নিয়েছি”। তৃণমূলের সাংসদ দাবি করেছেন, সৌমেন্দুকে সরিয়ে যে ব্যক্তিকে পুরসভার প্রশাসক পদে বসানো হয়েছে তিনি কাঁথি পুর এলাকার ভোটারই নন”।

পাশাপাশি দিব্যেন্দু অধিকারী জোরালোভাবেই জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আস্থা অটুট৷ তিনি বলেছেন, “আমি তৃণমূলের সাংসদ। আমার বাবা দলের জেলা সভাপতি। সৌমেন্দুও দল ছাড়েনি”৷

রাজ্যের পুর দফতর মঙ্গলবার কাঁথি পুরসভার প্রশাসক সৌমেন্দু অধিকারীকে সরিয়ে সেই জায়গায় বসিয়েছে সিদ্ধার্থ মাইতিকে৷ নতুন প্রশাসক সিদ্ধার্থ মাইতি রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির ঘনিষ্ঠ৷ তৃণমূলের অভিযোগ, সৌমেন্দু অধিকারী ওই পদে থেকে দলবিরোধী কাজ করছিলেন। সে কারনেই তাঁর অপসারণ জরুরি ছিল।

মঙ্গলবার রাত পর্যন্ত এই বিষয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বা শিশির অধিকারীর ( Sisir Adhikary)-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- দেশে করোনায় মৃতদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version