Thursday, August 21, 2025

করোনার অতি সংক্রামক স্ট্রেন মিলল ৬ ভারতীয়র শরীরে

Date:

Share post:

আশঙ্কা বাড়িয়ে ব্রিটেন (UK) ফেরত ৬ ভারতীয়র শরীরে মিলেছে অতি সংক্রামক (infectious) করোনাভাইরাসের (coronavirus) নতুন স্ট্রেন (new strain)। তাঁদের মধ্যে ৩ জন বেঙ্গালুরুর নিমহানসে, ২ জন হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যানড মলিকিউলার বায়োলজি(সিসিএমবি) ও ১ জন এনআইভি পুণেতে চিকি‍ৎসাধীন। অসুস্থদের শরীরে মারণ ভাইরাসের নতুন প্রজাতি শনাক্ত হওয়ার পর ৬ জনকেই বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। অন্য করোনা আক্রান্তদের সঙ্গে এঁদের যাতে কোনওরকম সংযোগ না হয়, তার সতর্কতামূলক ব্যবস্থাও করা হয়েছে।

ব্রিটেনে নতুন প্রজাতির করোনাভাইরাসের খোঁজ মেলার পর গোটা বিশ্বেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এতদিন যে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছিল তার চেয়ে নয়া প্রজাতির ভাইরাস প্রায় ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নয়া স্ট্রেন মোকাবিলায় বর্ষশেষে ফের লকডাউনের পথে হাঁটতে হচ্ছে প্রশাসনকে। ব্রিটেনে সনাক্ত হওয়া করোনার নয়া প্রজাতির হদিশ মিলেছে ইউরোপের আরও ৮ দেশে। ফলে বহু দেশ ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে।

নতুন প্রজাতির অতি সংক্রামক এই করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ব্রিটেন থেকে বিমান পরিষেবা বন্ধ রেখেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। যদিও সেই বিমান পরিষেবা বন্ধের আগেই ব্রিটেন থেকে গত এক মাসে ৩৩ হাজারের মতো যাত্রী নেমেছেন দেশের বিভিন্ন বিমানবন্দরে। তাদের মধ্যে ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জনের শরীরে মিলেছে নয়া প্রজাতির ভাইরাস। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, এখনই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাযথ নজরদারি চালাচ্ছে।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...