Friday, August 22, 2025

একুশের বঙ্গ নির্বাচনকে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বঙ্গ রাজনীতির কিছুটা হলেও ব্যাকফুটে থাকা কংগ্রেস(Congress) এবার নিজের জায়গা নিতে মরিয়া। যার ফলে নির্বাচনের অনেক আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(adhir Ranjan Chaudhary) ঘোষণা করে দিলেন বাংলায় ক্ষমতায় এলে পরিবারপিছু সাড়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে কংগ্রেসের জোট শরিক সিপিএম(cpm) ঘোষণা করে দিয়েছে ক্ষমতায় এলে সমস্ত শূন্য পদে এক বছরের মধ্যে নিয়োগ করবে তারা।

প্রসঙ্গত, ছত্তিশগড়ে একইভাবে কংগ্রেস সরকার নির্বাচনী লড়াইয়ে নেমেছিল। এবং জয়ের পর পরিবারপিছু মাসিক ৫,৭৫০ টাকা পৌঁছে দিতে দেখা যায় বাঘেল সরকারকে। ঠিক একই ধারা অবলম্বন করে এবার বঙ্গ নির্বাচনে নামতে তৈরি হলো কংগ্রেস। এ প্রসঙ্গে বাংলার শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘ক্ষমতায় এলে সমস্ত শূণ্যপদ আমরা পূরণ করবো। বাংলার মুখ্যমন্ত্রী শুধুই মুখে বলেন এবং পাড়ায় পাড়ায় যান দেখতে। তা না করে আপনি বাংলার মানুষের পকেটে যান।’

আরও পড়ুন:বছর শেষে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসের মুখে ক্রোয়েশিয়া

তবে শুধু কংগ্রেস বা সিপিআইএম নয় বাংলায় ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেওয়ার জন্য ফর্ম বিলি করা হয়েছিল তরফ থেকে। যাকে কেন্দ্র করে তীব্র জল্পনা ছড়ায়। পরে অবশ্য সেই ফর্ম প্রত্যাহার করে নেওয়া হয়। এরইমাঝে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানান, ক্ষমতায় এলে এক বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করে দেওয়া হবে। এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী আরো জানান, করোনা পরিস্থিতিতে অর্থ সংকট কাটাতে আগেই কংগ্রেসও বামেদের পক্ষ থেকে আয়কর দেন না এমন মানুষের কাছে মাসে সাড়ে সাত হাজার টাকা দেওয়ার দাবি জানান হয়। কিন্তু কেন্দ্র সেই দাবি মানেনি।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version