Wednesday, November 12, 2025

ক্ষমতায় এলে পরিবারপিছু সাড়ে ৫ হাজার নগদ, ঘোষণা কংগ্রেসের

Date:

একুশের বঙ্গ নির্বাচনকে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বঙ্গ রাজনীতির কিছুটা হলেও ব্যাকফুটে থাকা কংগ্রেস(Congress) এবার নিজের জায়গা নিতে মরিয়া। যার ফলে নির্বাচনের অনেক আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(adhir Ranjan Chaudhary) ঘোষণা করে দিলেন বাংলায় ক্ষমতায় এলে পরিবারপিছু সাড়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে কংগ্রেসের জোট শরিক সিপিএম(cpm) ঘোষণা করে দিয়েছে ক্ষমতায় এলে সমস্ত শূন্য পদে এক বছরের মধ্যে নিয়োগ করবে তারা।

প্রসঙ্গত, ছত্তিশগড়ে একইভাবে কংগ্রেস সরকার নির্বাচনী লড়াইয়ে নেমেছিল। এবং জয়ের পর পরিবারপিছু মাসিক ৫,৭৫০ টাকা পৌঁছে দিতে দেখা যায় বাঘেল সরকারকে। ঠিক একই ধারা অবলম্বন করে এবার বঙ্গ নির্বাচনে নামতে তৈরি হলো কংগ্রেস। এ প্রসঙ্গে বাংলার শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘ক্ষমতায় এলে সমস্ত শূণ্যপদ আমরা পূরণ করবো। বাংলার মুখ্যমন্ত্রী শুধুই মুখে বলেন এবং পাড়ায় পাড়ায় যান দেখতে। তা না করে আপনি বাংলার মানুষের পকেটে যান।’

আরও পড়ুন:বছর শেষে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসের মুখে ক্রোয়েশিয়া

তবে শুধু কংগ্রেস বা সিপিআইএম নয় বাংলায় ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেওয়ার জন্য ফর্ম বিলি করা হয়েছিল তরফ থেকে। যাকে কেন্দ্র করে তীব্র জল্পনা ছড়ায়। পরে অবশ্য সেই ফর্ম প্রত্যাহার করে নেওয়া হয়। এরইমাঝে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানান, ক্ষমতায় এলে এক বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করে দেওয়া হবে। এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী আরো জানান, করোনা পরিস্থিতিতে অর্থ সংকট কাটাতে আগেই কংগ্রেসও বামেদের পক্ষ থেকে আয়কর দেন না এমন মানুষের কাছে মাসে সাড়ে সাত হাজার টাকা দেওয়ার দাবি জানান হয়। কিন্তু কেন্দ্র সেই দাবি মানেনি।

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version