আজ, বুধবার বেলা একটায় বেলেঘাটা নাইসেডে করোনা (Corona) ভ্যাকসিন (Vaccine) ট্রায়ালের দ্বিতীয় ডোজ নেবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার (KMC) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত ২ ডিসেম্বর তিনি প্রথম ডোজ নিয়েছিলেন। ২৮ দিন পর, আজ তাঁকে দ্বিতীয় ডোজ নিতে হবে।

জানা গিয়েছে, করোনা ভ্যাকসিন ট্রায়ালের প্রথম ডোজ নেওয়ার পর তাঁর সামান্য পেটের সমস্যা ছাড়া আর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিতীয় ডোজের পর ১৫ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর দেখা হবে, তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি-না!