Monday, November 10, 2025

৬ মাসের জন্য ফের নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করল কেন্দ্র

Date:

দ্বিতীয় দফায় ফের একবার উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডকে(Nagaland) অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করল ভারত সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের(Home ministry) তরফে নতুন করে এক বিবৃতি জারি করা হয়। যেখানে জানানো হয়, নাগাল্যান্ডের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। যার জেরে আগামী ছয় মাসের জন্য এই এলাকা অশান্ত এলাকা হিসেবে বিবেচনা করা হবে।

বুধবার এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, গোটা নাগাল্যান্ডের পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক ও হিংসাত্মক ফলে সেখানকার সাধারণ মানুষের সাহায্য ও সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ওই এলাকায় সশস্ত্র বাহিনী মোতায়েন করার প্রয়োজন হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে হাজার ১৯৫৮ সালের সশস্ত্র বল আইন অনুযায়ী ওই এলাকায় ধারা ৩ লাগু করা হচ্ছে এবং আগামী ৩০ ডিসেম্বর ২০২০ থেকে ছয় মাসের জন্য নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন:রাজ্যপালের লক্ষ্মণরেখা মানা উচিত, ধনকড়কে তোপ সুজনের

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই অশান্ত নাগাল্যান্ড। গত জুন মাসে সেখানকার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি। তিনি লেখেন, রাজ্যের প্রায় হাফ ডজন সশস্ত্র দল সরকারের বৈধতা চ্যালেঞ্জ করছে যেসব সাধারণ নাগরিক দেশের আইনকানুন পালন করছেন তাদের সঙ্গে হিংসাত্মক আচরণ করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ অত্যন্ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। রাজ্যপালের এহেন পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে আসার পর গোটা পরিস্থিতি বিবেচনা করে ৩০ জুন থেকে ছয় মাসের জন্য এই রাজ্যকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় ফের নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version