Friday, August 22, 2025

পাকিস্তানকে ঘুঁটি করে ভারতের সঙ্গে সংঘাতের ফল ভালো হবে না চিনের জন্য: বায়ুসেনা প্রধান

Date:

লাদাখে(Ladakh) বাড়তে থাকা সীমান্ত উত্তেজনার মাঝেই পাকিস্তানের(Pakistan) সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়িয়ে চলেছে চিন(China)। পাক অধিকৃত কাশ্মীর(POK) মিসাইল লঞ্চিং স্টেশন তৈরিতে পাকিস্তানকে সাহায্য করে চলেছে বেজিং। চিনের দুমুখো নীতির সঙ্গে পূর্ব পরিচিত ভারত এবার কড়া হুঁশিয়ারি দিয়ে দিল শি জিনপিং প্রশাসনকে। বায়ুসেনা প্রধান আরকেএস ভদৌরিয়া(RKS Bhadauria) জানিয়ে দিলেন, পাকিস্তানকে ঘুঁটি করে চিন যদি ভারতের সঙ্গে কোনও রকম সংঘাতে যায় তবে তার ফল আন্তর্জাতিক মহলে চিনের জন্য ভালো হবে না।

মঙ্গলবার দিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বায়ুসেনা প্রধান। সেখানেই তিনি বলেন, পাকিস্তান হলো চিনের বিদেশ নীতির ঘুঁটি। ইমরান সরকার যেভাবে চিনের ওপর নির্ভরতা বাড়িয়ে চলেছে তাতে তাদের ঋণের বোঝা আরও বাড়বে। চিন-পাকিস্তান ইকোনমিক করিডোরের জেরে ঋণের সাগরে ডুবে যাবে পাকিস্তান।

পাশাপাশি, সীমান্তে ভারত চিন উত্তেজনা প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন, ভারতের সঙ্গে চিন যদি কোনরকম সংঘাতে যায় তবে তার ফল আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো হবে না কোনভাবেই। একই সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পর বর্তমানে চিনের ওই দেশের ওপর নজর পড়েছে দাবি করেন বায়ুসেনা প্রধান।

আরও পড়ুন:‘তেজস্বী মুখ্যমন্ত্রী হোক, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করব’, নীতীশকে RJD-র প্রস্তাব

এছাড়াও প্রতিরক্ষা সহ সমস্ত ক্ষেত্রে পাকিস্তানের চিন নির্ভরতা প্রসঙ্গে ভদৌরিয়া বলেন, এই চিন নির্ভরতা পাকিস্তানকে ডুবিয়ে ছাড়বে। পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তানে বিনিয়োগ করেছে চিন। এতে পাকিস্তানের ওপরে ঋণ যেমন বাড়বে তেমনি তাকে চিনর ওপরেই নির্ভর করে থাকতে হবে। ইকোনমিক করিডোরে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বেজিং। আর এই পুরো টাকা পাকিস্তানকে লোন হিসেবে দিয়েছে চিন প্রশাসন। আগামী দিনে এর চাপ পাকিস্তানকে সহ্য করতে হবে।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version