Thursday, November 13, 2025

এবার হামলার শিকার হলেন মালদহের চাঁচলের এক ব্যক্তি। প্রধানমন্ত্রীর নামে কটুক্তির প্রতিবাদ করায় ওই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় চাঁচল থানায়। অন্যদিকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, মারধরের সংস্কৃতি তৃণমূলের নয় গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা।

সূত্র মারফত জানা গিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীর নাম অমর চন্দ্র দাস। তিনি মালদহের চাঁচল থানার আশ্রমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতে চাঁচল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল আনতে যান তিনি। অভিযোগ সেই সময় কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্বন্ধে কটুক্তি করছিলেন। এরই প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। গুরুতর আঘাত পান চোখে। এই ঘটনার সাথে তৃণমূল জড়িত বলে অভিযোগ তার। ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায়।
আক্রান্তের অভিযোগ, “আকাশ শেখ, বাবুয়া শেখ এবং আরো দশ বারো জন মিলে আমার উপর হামলা চালায়। সন্ধ্যাবেলা জল আনতে গিয়ে নরেন্দ্র মোদির নামে কটুক্তি শুনতে পাই। প্রতিবাদ করলে আমায় ঘেরাও করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শ্লোগান দিতে শুরু করে এবং আমাকে অমানবিক ভাবে মারে। এবং পরবর্তীতে আমাকে প্রানে মেরে ফেলার হুমকিও দিয়েছে তারা।”

বিজেপি এগারো নম্বরের মন্ডল অবজার্ভার প্রসেনজিৎ শর্মা বলেন ,”প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আমাদের বিজেপি কর্মী অমর দাসকে গুরুতরভাবে আহত হতে হয়েছে তৃণমূল কর্মীদের হাতে। বাংলায় যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে সেখানে সাধারণ মানুষ সুরক্ষিত নয়। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এই সরকারের কাছে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত।

যদিও সমস্ত রকম অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। তিনি বলেন,” মারধরের সংস্কৃতি তৃণমূলের নয় গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা! আর যার দায় চাপাতে আসছে তৃণমূলের উপর!পুলিশকে বলব ঘটনার সঠিক তদন্ত করতে!”

আরও পড়ুন- ‘আমি গরুর মাংস খেতে পছন্দ করি, আপনি কে প্রশ্ন করার?’ বিস্ফোরক সিদ্দারামাইয়া

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version