Monday, August 25, 2025

রাজ্যপালের অপসারণের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি তৃণমূল সংসদীয় দলের

Date:

রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) সাংবিধানিক রীতিনীতি মানছেন না। তাঁর অপসারন চেয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন তৃণমূল (TMC) কংগ্রেসের সংসদীয় দল। পাঁচজন সাংসদের স্বাক্ষর সংবলিত ৬ পাতার এই চিঠি তাঁরা রাষ্ট্রপতিকে (President of India) পাঠিয়েছেন।

ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দোপাধ্যায়, কল্যাণ বন্দোপাধ্যায়,
কাকলী ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, এই পাঁচজনের স্বাক্ষর করা চিঠি রাষ্ট্রপতিকে পাঠানো হয়েছে। সেইসঙ্গে অভিযোগের প্রেক্ষিতে একধিক তথ্য তুলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির হাতে। সেখানে তৃণমূলের পক্ষে দাবি করা হয়েছে, অবিলম্বে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে অপসারন করা হোক জগদীপ ধনকড়কে। তাঁর বিরুদ্ধে নেওয়া হোক ব্যাবস্থা। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল নিয়ে দলের অবস্থানের কথা জানালেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুখেন্দু শেখর রায়।

রাজ্যপাল সংবিধানের নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক মন্তব্য করছেন। ভারতের আর কোনও রাজ্যের রাজ্যপাল এমন আচরণ করেছেন কিনা জানা নেই।
রাজ্যপালের আসনকে অমর্যাদা করছেন ধনকড়। সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছেন। দিল্লির শায়েনশাদের নির্দেশে এসে রাজনৈতিক এজেন্ডা পালন করছেন, এদিন এমনই অভিযোগ করেন শুখেন্দু শেখর রায়।

 

৬ পাতার স্মারকলিপিতে যে বিষয়গুলি রাষ্ট্রপতির তুলে ধরা হয়েছে:

(১) মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন রাজ্যপাল।

(২) স্পিকারকে নিয়ে প্রশ্ন তুলেছেন।

(৩) বিধানসভার কাজ নিয়ে কথা বলছেন। বিধাসভার মর্যাদাহানি করেছেন।

(৪) রাজ্যপাল বলছেন, শিল্প সম্মোলনের হিসাব চাই, এই অধিকার তাঁর নেই।

(৫) নির্বাচন সুষ্ঠ ভাবে হওয়ার দ্বায়িত্ব নির্বাচন কমিশনের। সাংবিধানিক সংস্থা। এই নিয়ে রাজ্যপালেন তো কিছু বলার থাকে না।

সুখেন্দু শেখর রায় বলেন, “সুপ্রিম কোর্টের একটি নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, রাজ্য সরকারের কাজকর্মে রাজ্যপালের সহযোগিতার কথা। প্রকাশ্যে সমালোচনা করা যায় না। রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি আমরা। সংবিধান মানছেন না রাজ্যপাল। তাঁকে অপসারনের দাবি জানিয়োছি আমরা।”

আরও পড়ুন:‘তেজস্বী মুখ্যমন্ত্রী হোক, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করব’, নীতীশকে RJD-র প্রস্তাব

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version