Saturday, November 8, 2025

এবার কি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী শাকির আলি (Shakira Ali) যাচ্ছেন বিজেপিতে? প্রশ্ন ওঠায় স্বাভাবিক! কারণ গত দুদিন ধরে থেকে শাকিরের একটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায় (Social Media)। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি হাত জোড় করে প্রণাম করছেন। সেই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু তাঁর পরণে ছিল গেরুয়া বস্ত্র। এই মুহূর্তে রাজ্যে রাজনীতি ভোট আর দলবদলে উত্তপ্ত। শাসকদলেও ভাঙন অব্যাহত। শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) একাই তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য মিলিয়ে ১০টি উইকেট ফেলে দিয়েছেন। তার মধ্যে আচমকাই তৃণমূল সাংসদের স্বামীর গেরুয়া বসন নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন – অপসারণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা সৌম্যেন্দু অধিকারীর

শাকির আলি রিষড়া (Risrah) পুরসভার প্রাক্তন কাউন্সিলর, হুগলি জেলার রাজনীতিতে পরিচিত নাম। হুগলিতে যখন তৃণমূলের ঝান্ডা ধরার লোক ছিল না তখন থেকে তৃণমূল করছেন তিনি। কিন্তু হঠাৎ তাঁর এই গেরুয়া বস্ত্র কেন? শাকির আলি জানান, “আমি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ভক্ত। আমি মাঝে মধ্যে বেলুড় মঠ যেতাম। উত্তর প্রদেশের (Uttar Pradesh) দেবা শরিফের ধর্ম গুরু ওয়ারিশ পাক সাহেবের আমি ভক্ত। উনিও গেরুয়া বস্ত্র পরেন। তাই আমিও পরেছি। গেরুয়া পড়া মানেই কি বিজেপি”।

শাকির আলি আরো বলেন, গেরুয়া পোশাক পরলেই বিজেপি তাহলে ওই পোশাক তো পরাই যাবে না। তাঁর দাবি, “দিদির সঙ্গেই ছিলাম, দিদির সাথেই থাকব”।

শাকির আলি বলেন, “আমার সঙ্গে মুকুল রায়ের (Mukul Ray) ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো। আজও সম্পর্ক একই আছে”। রিষড়া সহ-তৃণমূল কংগ্রেসের নেতা হর্ষপ্রসাদ বন্দ্যোপাধ্যায় (Harshprasad Benarjee) বলেন, “উনি দল ছাড়তে পারেন এটা বিশ্বাস করি না”। যদিও বিজেপি নেতা প্রণব চক্রবর্তীর (Pranab Chakrabarty) দাবি, শুধু শাকির আলি নন, রিষড়া সহ হুগলির বেশ কিছু নেতা বিজেপি যোগাযোগ করছেন।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version