অপসারণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা সৌম্যেন্দু অধিকারীর

কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে দুদিন আগেই অপসারণ করা হয়েছে সৌম্যেন্দু অধিকারীকে। আজ বৃহস্পতিবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন তিনি । আগামী ৪ জানুয়ারি ওই মামলার শুনানি হতে পারে।
জানা গিয়েছে, সিদ্ধান্ত প্রয়োগের পদ্ধতিগত বিষয়টি নিয়েই মামলাটি করা হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েও আরেক ভাই দিব্যেন্দু অধিকারী প্রকাশ্যে জানিয়েছেন, তাঁর ভাই সৌম্যেন্দুকে পুর প্রশাসকের পদ থেকে সরানোর সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’।
এই পরিস্থিতিতেই জল্পনা যে, শুক্রবার বছরের প্রথমদিনে সৌম্যেন্দু বিজেপি-তে যোগ দিতে পারেন। তবে এই খবরের কোনও সত্যতা মেলেনি। পুরো বিষয়টিই এখনও জল্পনার স্তরেই রয়েছে।
কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌম্যেন্দুর অপসারণের পর তাঁর ‘অপরাধ’ জানতে চেয়ে এবং ‘ন্যায়বিচার’ প্রার্থনা করে ইতিমধ্যেই মমতাকে চিঠি লেখার সিদ্ধান্ত জানিয়েছিলেন দিব্যেন্দু।

Previous articleচোটের কারনে ছিটকে গেলেন উমেশ যাদব
Next articleতৃণমূল ছাড়বেন এক মন্ত্রী! সৌমিত্রের মন্তব্যে জল ঢাললেন অরূপ