রাজ্যে ফের ২ কোম্পানি CRPF, থাকবে ভোট পর্যন্ত

এখনও বিধানসভা ভোট (Assembly Election) আসতে বাকি কয়েক মাস। যার আগেই রাজ্যে আসছে আরও ২ কোম্পানি আধাসেনা। নিউটাউনে ( New Town) সিআরপিএফ (CRPF) হেডকোয়ার্টার ক্যাম্পে এই ২ কোম্পানি সিআরপিএফ যোগ দেবে।

জানা গিয়েছে, ভোটের আগে রাজ্যজুড়ে ভিআইপি (VIP) ব্যক্তিদের আনাগোনা বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে হেভিওয়েট নেতারা রাজ্যে আসছেন ঘনঘন, তাঁদের নিরাপত্তায় যাতে কোনও খামতি না হয়, তার জন্যই এই রাজ্যে অতিরিক্ত আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত। এবং ভোটের ফলাফল বের হওয়া পর্যন্ত তারা রাজ্যেই থাকবে।

এছাড়াও বিভিন্ন তদন্তে সিবিআই (CBI), ইডি (ED) ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার তৎপরতা বেড়েছে। তদন্তকারী অধিকারিকদের সঙ্গেও সিআরপিএফ জওয়ানদের পাঠাতে হচ্ছে। সবমিলিয়ে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভিড় করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রসঙ্গত, রাজ্যে আগে থেকেই ৩৭ কোম্পানি আধাসেনা মজুত ছিল। এখন আরও ২ কোম্পানি আধাসেনা আসায়, রাজ্যে মোতায়েন আধাসেনা কোম্পানির সংখ্যা বেড়ে হবে ৩৯। এখন প্রতি কোম্পানিতে ১৩৫ জন করে জওয়ান রয়েছেন।

Advt

Previous articleকোভিডের জের, বছর শুরুর দিন ফাঁকা দক্ষিণেশ্বর
Next articleইস্টবেঙ্গলে সই করলেন ব্রাইট