১৯ ফেব্রুয়ারি আইএসএলের দ্বিতীয় ডার্বি

0
1

শনিবার প্রকাশিত হল আইএসএলের( isl) দ্বিতীয় দফার সূচি। ১৯ ফেব্রুয়ারি গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে বাংলার চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল ( Sc east bengal)ও এটিকে মোহনবাগান ( Atk mohun bagan)। ১৯ ফেব্রুয়ারি হতে চলেছে লিগের দ্বিতীয় ডার্বি। ২৭ শে নভেম্বর হয়েছিল লিগের প্রথম ডার্বি। সেখানে ২-০ গোলে হারে এসসি ইস্টবেঙ্গল।

বছরের শুরুতেই প্রকাশ করা হল আইএসএলের দ্বিতীয় পর্বের সূচি। এই নতুন সূচিতে গ্রুপ পর্বের সব ম‍্যাচের নির্ঘন্ট জানানো হয়। তবে নক-আউট পর্ব বা ফাইনালের দিনক্ষন ঘোষণা করেনি এখনও।

আরও পড়ুন:নর্থইস্টের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য হাবাসের