Thursday, November 6, 2025

একমঞ্চে জোট, প্রথমবার ব্রিগেডের ময়দানে যৌথ সভা বাম-কংগ্রেসের!

Date:

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের(Assembly election) পর ২০২১ সালে ফের জোট গড়ে রাজ্যে লড়াইয়ে নামতে চলেছে বাম-কংগ্রেস(Left-Congress)। ইতিমধ্যেই এ বিষয়ে সবুজসংকেত দিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড(Congress High command)। বাংলায় যুদ্ধে রণনীতি সাজিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে দুই দলই। লক্ষ্য তৃতীয় বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের তুলে ধরা। আর সেই পথেই নতুন বছরে ব্রিগেডের মঞ্চকে বেছে নিয়েছে বাম কংগ্রেস নেতৃত্ব। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ব্রিগেডের মঞ্চে যৌথভাবে বিশাল জনসভা করতে পারে এই দুই দল।

২০১৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি করে বাম-কংগ্রেস লড়াইয়ে নামলেও ব্রিগেডের মত বড় মঞ্চে একত্রে কখনো দেখা যায়নি এই দুই দলকে। এই প্রথমবার এই ধরনের কোনো বড় জনসভার পরিকল্পনা করছে জোট। গোটা বিষয়টি নিয়ে সিপিএম নেতৃত্বের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের তরফেও সম্মতি দেওয়া হয়েছে এই পরিকল্পনায়। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে ব্রিগেডের মঞ্চে জনসভা করবে বাম-কংগ্রেস নেতৃত্ব। আগামী ৩ ও ৪ জানুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। ঠিক বৈঠকেই এই জনসভা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:বিজেপিকে ‘ঠেঙিয়ে পগারপার’ করার নিদান অনুব্রতর, কী প্রতিক্রিয়া দিলীপের?

এ প্রসঙ্গে সিপিএমের এক নেতা বলেন বিজেপি কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের রাজ্যে আনছে। বিপুল পরিমাণ টাকা ঢালছে নির্বাচন উপলক্ষে। তৃণমূল অনেক কিছুই করছে। এই সব কিছুর মাঝেই রাজ্যবাসীকে প্রকৃতি গল্পের বাধা দিতেই ব্রিগেডে যৌথ সমাবেশের পরিকল্পনা করছে বাম। অন্যদিকে কংগ্রেসের তরফে আবার ইঙ্গিত দেওয়া হয়েছে ব্রিগেডের ওই জনসভায় আসার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। যদিও সমস্তটাই বর্তমানে আলোচনার পর্যায়ে আছে।

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version