সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রীর

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অসুস্থতার খবর শুনে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিসিসিআই প্রেসিডেন্টের (Bcci) আরোগ্য কামনা করেছেন তিনি।

টুইটে (Twitte) মমতা লেখেন, “সৌরভ গাঙ্গুলির মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার খবর শুনে আমি দুঃখিত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।
আমার শুভ কামনা এবং প্রার্থনা তাঁর এবং তার পরিবারের সঙ্গে রয়েছে”।

আরও পড়ুন:অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়

শুক্রবার রাত থেকেই অসুস্থ বোধ করছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুকে এবং পিঠে ব‍্যাথা বোধ করেন তিনি। সকালে উঠে জিম করতে যান সৌরভ। সেখানেই অজ্ঞান হয়ে যান।
তাঁকে উডল‍্যান্ডস (Woodlands) হাসপাতালে ভর্তি করা হয়। মৃদু হার্ট অ‍্যাটাক হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে।