Wednesday, August 27, 2025

দেশজুড়ে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Date:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী(central health minister harsh vardhan) হর্ষবর্ধন ঘোষণা করেছেন দেশজুড়ে করোনা ভ্যাকসিন  (corona Vaccine)দেওয়া হবে বিনামূল্যে। কোভিশিল্ডকে (covishield) জরুরি ভিত্তিতে অনুমোদনের সুপারিশ দেওয়া হয়েছে। ডিসিজিকে এ ব্যাপারে সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি।

পাশাপাশি আজ দেশজুড়ে ভ্যাকসিনের ড্রাই রান (dry run of vaccine )শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের তিনটি এলাকায় ভ্যাকসিনের ড্রাই রান চলছে। বিধাননগর পুরসভার অধীন দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত আরবান প্রাইমারি হেলথ সেন্টার ও আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে সকাল সাড়ে নটা থেকে এই ড্রাই রান শুরু হয়েছিল। ২৫ জন করে স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরল, অসম, দিল্লি-সহ মোট চার রাজ্যে ভ্যাক্সিনেশন শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভ্যাকসিনের ড্রাইরান শুধু এই চার রাজ্যে সীমাবদ্ধ থাকবে না দেশজুড়ে প্রতিটি রাজ্যেই শুরু হবে ড্রাই রান।

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিনামূল্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা বললেও নীতি আয়োগ প্রধান শনিবার জানিয়েছেন সমস্ত দেশবাসীর টিকাকরণের ব্যয় ভার বহন করবে না কেন্দ্র। নীতি আয়োগ প্রধান তথা ভারতের কোভিভ -১৯ টাস্কফোর্সের দায়িত্বে থাকা বিনোদ প্রধান জানিয়েছেন স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং রোগী মিলিয়ে মোট ৩০ কোটি নাগরিককে সরকারি ব্যয়ে ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে প্রথম দফার টিকাকরণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

অ্যস্ট্রোজেনেকা(Astrogeneca) এবং অক্সফোর্ডের (Oxford) তৈরি প্রতিষেধকের ভারতীয় সংস্করণ কোভিশিল্ড। সেটি তৈরি করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সংস্থার ডিরেক্টর উমেশ শালিগ্রাম জানিয়েছেন এখনো পর্যন্ত আমাদের হাতে অ্যস্ট্রোজেনেকা এবং অক্সফোর্ডের তৈরি প্রতিষেধকের সাড়ে ৭ কোটি ডোজ রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে তা ১০ কোটিতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে ।

আরো পড়ুন-এবার কলকাতা ময়দান নিয়ে সরব হলেন বাবুল সুপ্রিয়

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version