Thursday, August 21, 2025

বিশ্ব ঘুরে ‘রহস্যময় বস্তু’ মনোলিথ কি এবার ভারতে! আহমেদাবাদে চাঞ্চল্য

Date:

সম্প্রতি বিশ্বের একাধিক জায়গায় হঠাৎ করেই উদ্ভব হতে দেখা গিয়েছিল রহস্যময় এক ধাতব স্তম্ভের। মনোলিথ(Monolith) নামের এই বস্তুর উত্থানের পিছনে গ্রহণযোগ্য কোনও কারণ খুঁজে পাচ্ছিলেন না কেউই। রহস্যময় এই বস্তুকে ঘিরে ডালপালা মেলছিল নানান গল্প কথা। কেউ কেউ দাবি করে বসেন, এটি এলিয়েনদের(Alien) সৃষ্টি। নভেম্বর মাস থেকে ঘটে চলা এই রহস্যজনক কর্মকাণ্ডের শেষতম সংযোজন গুজরাতের(Gujarat) আহমেদাবাদ(Ahmedabad)। সম্প্রতি সেখানে একটি বাগানের মধ্যে এই ধাতব বস্তুর সন্ধান পাওয়া যায়। ভারতের মাটিতে চকচকে স্টিলের তৈরি এই স্তম্ভ দেখা গেল এই প্রথমবার। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়ায়। বহু মানুষ সেটি দেখতে ভিড় জমান বাগানে।

পরে অবশ্য রহস্যজনক এ স্তম্ভের আসল সত্যটা প্রকাশ পায়। জানা যায় একটি বেসরকারি সংস্থা বাগানের মধ্যে এই ধাতব বস্তুটি স্থাপন করেছে।প্রাথমিকভাবে বস্তুটির সাত ফুট লম্বা ও চকচকে স্টিলের তৈরি। এ ঘটনার আসল কারণ ব্যাখ্যা করে গুজরাট প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পার্কটি পরিচালিত হয়‌। কিছুদিন আগে পার্কের উদ্বোধন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই স্তম্ভটি একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এখানে বসানো হয়েছে। যারা এখানে আসবেন তাদের বিনোদনের জন্য। ধাতব স্তম্ভের গায়ে পথচারী ও ভ্রমণকারীরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাবেন।

আরও পড়ুন:‘দেহ বেচে বিদ্যুতের বিল মেটান’, মোদিকে চিঠি লিখে আত্মহত্যা কৃষকের

প্রসঙ্গত, মনোলিথ নামের ত্রিকোণাকার রহস্যজনক এই ধাতব স্তম্ভটি প্রথমবার দেখা গিয়েছিল আমেরিকার উটাহ শহরে। প্রাথমিকভাবে সেটি দেখতে পাওয়া গেল পরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর একে একে পৃথিবীর ৩০টি দেশে সন্ধান পাওয়া যায় এই ধাতব স্তম্ভের।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version