বুমরাহের প্রশংসায় শোয়েব

ভারতীয়( India) বোলার জসপ্রীত বুমরাহ( jasprit bumrah)বোলিং নিয়ে মুগ্ধ প্রাক্তন পাকিস্তানি ( Pakistan ) ক্রিকেটার শোয়েব আখতার ( Shoaib Akhtar)। সম্প্রতি একটি ইউটিউব চ‍্যানেলে বুমরাহর প্রশংসা করতে শোনা গেল তাঁর মুখে।

এক কালে বোল হাতে ব‍্যাটসম‍্যানদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন শোয়েব। এবার তাঁর মুখেই শোনা গেল জসপ্রীতের বোলিং এর প্রশংসা। শোয়েব বলছেন,” বর্তমান প্রজন্মের ক্রিকেটে সবচেয়ে বুদ্ধিদীপ্ত ফাস্ট বোলার বুমরাহ। এর পাশাপাশি শোয়ব এও বলেন, একটা সময় যেটা পাকিস্তানের বোলারদের গোপন অস্ত্র ছিল, সেটা এখন বুমরাহ হাতে।

শোয়েব আখতার আরও বলেন, বর্তমান ক্রিকেটে দারুণ চরিত্র বুমরাহ। যদি ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে আমরা অনেক দিন তাঁর বোলিং দেখতে পাব।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস