Friday, November 14, 2025

তৃতীয় টেস্টের আগে কোয়ারেন্টাইনে রোহিত, শুভমনরা, জৈব সুরক্ষা বলয় বিতর্কে ক্রিকেটারদের পাশে দাড়াল বিসিসিআই

Date:

তৃতীয় টেস্ট ( 3rd test) শুরু হতে বাকি কয়েক দিন। তার আগেই বিতর্কের কালো মেঘ ভারতীয় দলে( india)। ভারতীয় দলের পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে কোভিড ( covid 19) বিধি ভাঙার অভিযোগ তুলল ক্রিকেট অস্ট্রেলিয়া ( Cricket Australia )।

রোহিত শর্মা (Rohit sharma), ঋষভ পন্থ ( Rishabh panth), শুভমন গিলদের ( shubhman gill) বিরুদ্ধে অভিযোগ এরা না কি জৈব সুরক্ষা বলয়ের প্রটকোল ভেঙে রেস্তোরাঁয় লাঞ্চ করতে যান। এই অভিযোগ করা ভারতীয় দলের পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। মেলবোর্নে এক রেস্তোরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন রোহিত শর্মা, পৃথ্বী শা, ঋষভ পন্থ, শুভমন গিল, নভদীপ সাইনিরা। সেখানে নভলদীপ সিং এক ভক্ত তাদের দেখে উল্লসিত হয়ে পড়ে। ক্রিকেটারদের লাঞ্চের বিলও মেটান তিনি। ক্রিকেটাররা যে লাঞ্চ করছিলেন সেই ছবি নিজের টুইটারে পোস্ট করেন নভলদীপ। আর সেই ছবি পোস্ট করতেই নিমিষে ভাইরাল হয়ে যায়। রোহিত, শুভমনরা না কি জৈব সুরক্ষা বলয়ের প্রটকল ভঙ্গ করছেন, সেই ছবি দেখে এমনই অভিযোগ করেন ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরই ভারতীয় দলের ওই পাঁচ ক্রিকেটারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তারা অনুশীলন করতে পারবে বলে জানানো হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া তরফ থেকে জানানো হয়, ওই ছবির ওপর ভিত্তি করেই না কি তদন্ত করছে বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়ার এই অভিযোগ উড়িয়ে দেয় বিসিসিআই। ভারতীয় বোর্ডের এক কর্তা এদিন বলেন, ” বিসিসিআই কোন তদন্ত করছে না। ভারতীয় ক্রিকেটাররা কোন জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল ভাঙেনি বলে জানান তিনি।

আরও বলেন:সৌরভ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হবেন, এই কামনায় মহাযজ্ঞ শিলিগুড়িতে

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version