Thursday, August 28, 2025

সারদা মায়ের জন্মতিথি, যুব উৎসবেও বেলুড় মঠে ভক্তদের প্রবেশাধিকার নেই

Date:

আগামী ৫ জানুয়ারি, মঙ্গলবার, সারদা মায়ের ১৬৮তম জন্মতিথি বেলুড় মঠে মর্যাদার সঙ্গে পালিত হলেও এবার ভক্ত ও সাধারণের প্রবেশাধিকার থাকবে না৷ করোনা পরিস্থিতিতে এবার আগেই স্থগিত হয়েছিলো কল্পতরু উৎসব। এবার সারদা মায়ের (Sarada Ma) জন্মোৎসবেও বেলুড় মঠে (Belur Math) প্রবেশাধিকার থাকছে না জন সাধারণের। আগামী ৫ জানুয়ারি, মঙ্গলবার সারদা মায়ের জন্মতিথি। সেদিন বেলুড় মঠে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে সারদা মায়ের জন্মোৎসব।

পাশাপাশি, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ৩৭ তম যুব উৎসব পালিত হবে বেলুড় মঠে। প্রতি বছর ওইদিনে হাজার দশেক যুব ও ছাত্রছাত্রী বেলুড় মঠে জমায়েত হয়। এবার তা হচ্ছে না। বিবেকানন্দ সভাগৃহে সীমিত সংখ্যক অতিথি ও শ্রোতাদের উপস্থিতিতে পালিত হবে অনুষ্ঠান। ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত হবে অনুষ্ঠান। ইউটিউব ও দূরদর্শনে অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

করোনা-কারনে আরও কতদিন বেলুড় মঠে ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে, তা ঠিক করতে আগামী ২০ জানুয়ারি বৈঠক হবে বলে জানিয়েছেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ। প্রসঙ্গত, লকডাউন পর্বের শুরু থেকেই বেলুড় মঠ সাধারণের জন্য বন্ধ করা হয়। মাঝে কয়েক দিন খোলা হলেও গত ২ আগস্ট থেকে বেলুড় মঠে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি বন্ধ হয়। যদিও পূজা-পাঠ ঠিক মতোই চলছে। স্বামী দিব্যানন্দ বলেছেন, সন্ন্যাসীদের অনেকের বয়স বেশি, তাই তাঁরা যাতে করোনা আক্রান্ত না হন, সেই বিষয়ে খেয়াল রেখেই তাঁরা বন্ধ রেখেছেন বেলুড় মঠ।যদিও ভক্তদের অসুবিধা বা অধৈর্য হওয়ার কথা তাঁরা অনুভব করছেন।
আপাতত পূর্ব নির্ধারণ অনুযায়ী ২৬ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ থাকলেও ২০ জানুয়ারি তাঁরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

আরও পড়ুন:অধিকারীদের ‘মোকাবিলা’য় গুরুত্বপূর্ণ রদবদল পূর্ব মেদিনীপুর যুব তৃণমূলে

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version