Monday, August 25, 2025

শাসক দলের (TMC) স্লোগান ‘দুয়ারে দুয়ারে সরকার’ (Duare Duare sarkar) বিজেপির (BJP) স্লোগান ‘আর নয় অন্যায়’ (Ar noi anyai)। পিছিয়ে থাকছে না সিপিএমও (CPM)। তাদের স্লোগান ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’। ( Bari bari jao, jonosongjog barao) আজ, ৩ জানুয়ারি থেকে এই স্লোগান নিয়ে পথে নামছে সিপিএম। চলবে গোটা জানুয়ারি মাস ধরে। সিপিএম শ্রমিক সংগঠনের (CITU) ব্যানারে কর্মসূচি। শুরু হচ্ছে কলকাতা পুরসভা এলাকা থেকে। বাড়ি বাড়ি গিয়ে দেশের আর রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা বলবেন নেতা-কর্মীরা।

কী বলবেন বাম কর্মীরা? একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, চাকরির হাহাকার, কৃষকদের বিদ্রোহ সেই সঙ্গে তাদের ন্যায্য দাবির কথা, কেন্দ্র-রাজ্যের জনবিরোধী নীতির কথা। এবার নতুন প্রজন্মকে সামনে রেখে প্রচারে নামছে সিপিএম। ১৮ জানুয়ারি শ্রমিক সংগঠন রাজ্য জুড়ে জেল ভরো ও আইন অমান্য কর্মসূচি পালন করবে। বাম মহলের সাফ কথা, তৃণমূল-বিজেপিকে ফাঁকা ময়দান ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। পাল্টা কর্মসূচি নিয়ে গিয়ে তারা নিজেদের কথাও বলবেন। টার্গেট বিধানসভা ভোট।

বিহারে বাম সাফল্য, এ রাজ্যের বামপন্থীদের নতুন করে অক্সিজেন দিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা চাইছে হারানো জমি ফিরে পেতে। সরকার গড়ার প্রশ্ন নেই। কিন্তু আগামী ভোটে ডিসিসিভ ফ্যাক্টর হতে চাইছে বামেরা। ইতিমধ্যে পথ নাটক, পথসভা, মিছিল হয়েছে দলের বিভিন্ন ব্যানারে। কিন্তু এবার প্রচারে নতুনত্ব এনে মানুষের মনে দাগ কাটতে চাইছে রাজ্যের ৩৪ বছরের শাসক দল। ইতিমধ্যে সোস্যাল মিডিয়াতে প্রচার শুরু হয়েছে। দেখার বিষয় এই কর্মসূচি কতখানি ছাপ ফেলে জনমানসে।

আরও পড়ুন:সারদা মায়ের জন্মতিথি, যুব উৎসবেও বেলুড় মঠে ভক্তদের প্রবেশাধিকার নেই

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version