জাতপাতের যাঁতাকল থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি হরিয়ানা । সম্প্রতি অন্য জাতে বিয়ে করায় নিজের বোনের স্বামীকে প্রকাশ্যে পিটিয়ে খুন করল তার শ্যালক। আর তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল আমজনতা ।এগিয়ে এলো না কেউ সাহায্যের জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, নীরজ নামে তেইশ বছরের ওই তরুণ কে রীতিমতো কুপিয়ে খুন করা হয়েছে । শুক্রবার রাতে হরিয়ানার পানিপত এলাকায় জনবহুল রাস্তায় এই ঘটনা ঘটেছে।