Wednesday, May 7, 2025

যোগীরাজ্যে পঞ্চায়েত প্রধান এক পাকিস্তানি! খবর সামনে আসতেই তোলপাড়

Date:

একেই বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো! অপছন্দের লোকদের কথায় কথায় পাকিস্তানে চলে যাওয়ার নিদান দেয় যে ভারতীয় জনতা পার্টি, তার শাসনক্ষমতায় থাকা রাজ্যেই কিনা নির্বাচিত পঞ্চায়েত প্রধান এক পাকিস্তানি মহিলা (Pakistani lady)! বিজেপি (bjp) শাসিত উত্তরপ্রদেশের (uttar pradesh) এটাহ জেলার ঘটনা। আর এই খবর সামনে আসতেই চূড়ান্ত অস্বস্তিতে যোগীরাজ্যের পুলিশ-প্রশাসন। বৈধ কাগজপত্র না দেখিয়েও কীভাবে ও কাদের মদতে আধার আর ভোটার কার্ড করিয়ে পাকিস্তানের নাগরিক পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন, তা ভেবে কূলকিনারা পাচ্ছে না প্রশাসন।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এটাহ জেলার গুয়াদাউ গ্রামের পঞ্চায়েত প্রধান আদতে একজন পাকিস্তানি মহিলা। নাম বানো বেগম। কীভাবে ঘটে গেল এই ঘটনা?‌ ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে এদেশে থাকার পর কীভাবে তিনি আধার কার্ড বা ভোটার কার্ড পেলেন?‌ এখনও তার শিকড়ে পৌঁছতে পারেনি পুলিশ। আশঙ্কা, এর পিছনে বড়সড় চক্র কাজ করছে। যোগী আদিত্যনাথ সরকার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, ৩৫ বছর আগে ভিসা নিয়ে ভারতে এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন বানো বেগম নামে ওই মহিলা। সেখানে আখতার আলি নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর। ভিসা নিয়েই তিনি থাকছিলেন একসঙ্গে। নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন। ২০১৫ সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। পাঁচ বছর পর তৎকালীন পঞ্চায়েত প্রধানের মৃত্যুর পর বানোই অন্তবর্তী প্রধান হন। ‘‌গ্রামপ্রধান একজন পাকিস্তানি’‌, এই অভিযোগ নিয়ে গ্রামেরই এক বাসিন্দা থানায় পুলিশের দ্বারস্থ হন। আর সেখান থেকেই বিষয়টি প্রকাশ্যে আসে। এই খবর প্রশাসনের কাছে যাওয়ার পরই পঞ্চায়েত প্রধানের পদ থেকে বানোকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করতে নেমেছেন জেলার পঞ্চায়েতিরাজ অফিসার অলোক প্রিয়দর্শী এবং জেলাশাসক শুক্লা ভারতী। প্রিয়দর্শী বলেন, জালিয়াতি ও তথ্য গোপন করেই ওই মহিলা আধার কার্ড এবং ভোটার কার্ড পেয়েছেন। যাঁরা তাঁকে সাহায্য করেছেন, ধরা পড়লে তাঁদেরও কড়া শাস্তি দেওয়া হবে, ছাড়া পাবেন না কেউই।

আরও পড়ুন-রবিবারের সকালে ফুরফুরায় গিয়ে আব্বাসের সঙ্গে বৈঠকে ওয়েসি

Related articles

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...
Exit mobile version