জমি-বিতর্ক: বিশ্বভারতী কর্তৃপক্ষকে আইনি নোটিশ অমর্ত্য সেনের

জমি-বিতর্কের জেরে এবার বিশ্বভারতী (Viswa Bharati) কর্তৃপক্ষকে আইনি নোটিশ (Legal Notice) পাঠালেন অমর্ত্য সেনের (Amartya Sen) আইনজীবী৷

নোবেলজয়ীর সলিসিটর সংস্থা বিশ্বভারতীর উপাচার্যকে (Vice Chancellor) নোটিশ পাঠিয়ে অবিলম্বে তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা জমি সংক্রান্ত অভিযোগ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে৷ জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর ওই নোটিশ বিশ্বভারতী দফতরে পৌঁছেছে৷ ওই চিঠিতে বলা হয়েছে, “বিভিন্ন সংবাদমাধ্যম থেকে আমার মক্কেল জেনেছে, বিশ্বভারতী কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমা বেআইনিভাবে দখল করে রেখেছেন৷ এই অভিযোগ অসত্য, অবিলম্বে অভিযোগ প্রত্যাহার করা হোক”৷ বলা হয়েছে, প্রত্যাহার করা না হলে মামলার পথেই যাওয়া হবে৷

আরও পড়ুন:সিপিএমের পাল্টা কর্মসূচি শুরু : বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও

Advt

Previous articleসিপিএমের পাল্টা কর্মসূচি শুরু : বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও
Next articleরাতে ভালো ঘুমিয়েছেন মহারাজ! খেয়েছেন চিকেন স্টু- টোস্ট-ফল