Sunday, August 24, 2025

এতটুকুও বিরাম নেই, শিলিগুড়ি পৌঁছে ম্যারাথন বৈঠক অভিষেকের

Date:

বেলা তিনটে নাগাদ ঢুকেছেন শিলিগুড়িতে। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee) ও ভোট কুশলী পিকে (Prasant Kishor) শিলিগুড়িতে (Siliguri) নেমেই সোজা মাল্লাগুড়ির হোটেলে। সেখানে পৌঁছে অপেক্ষারত কয়েকজন নেতার সঙ্গে ঘরোয়া মিটিং করেন। পরে কর্মী সভার কথা ছিল। কিন্তু, ছোট ছোট মিটিংয়ে জোর দেন অভিষেক। তার পরে আরো দুটি বৈঠক করেন পাহাড়ের কয়েকজন নেতার সঙ্গে। সূত্রের খবর, সেখান থেকে ফোনে কথা বলেন পাহাড়ের এক শীর্ষ মোর্চা নেতার সঙ্গে।

সন্ধের মুখে অভিষেক চলে যান শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর (Chief Minister) সচিবালয়ের অতিথি নিবাসে। সেখানে একে একে জড়ো হন দার্জিলিং জেলা সমতলের প্রথম সারির নেতারা। পর্যটনমন্ত্রী গৌতম দেব (Goutam Dev) বৈঠকে যোগ দিতে গিয়ে জানান, সাংগঠনিক নানা বিষয়ে কথা হবে। সেই মতো তাঁরাও প্রস্তুতি নিয়েছেন। তৃণমূলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি রঞ্জন সরকার (Ranjan Sarkar) জানান, দলের শিলিগুড়ি সমতলের কাজে গতি আনতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নতুন নির্দেশনা দেবেন।

এদিন বিমল গুরুং (Bimal Gurung) নকশালবাড়িতে এক অনুষ্ঠানে জানান, অভিষেক শিলিগুড়িতে থাকলেও তাঁর সঙ্গে বৈঠকের ব্যাপার চূড়ান্ত হয়নি। তিনি জানান, রাজনীতিতে সকলের সঙ্গেই কথা হয়। বিজেপিকে আগামী বিধানসভা ভোটে হারাতে অভিষেকের সঙ্গেও আলোচনা হবে সেই ইঙ্গিত দেন তিনি। ৫দিনের সফরে পাহাড়ের নেতাদের সঙ্গে কবে অভিষেক পিকে জুটি বসবেন সেটা অবশ্য স্পষ্ট নয়।

আরও পড়ুন- দু’পক্ষই অনড়, কৃষক-কেন্দ্রের ৭ দফা আলোচনাতেও মিলল না রফাসূত্র

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version