Monday, November 10, 2025

২১ বছরের কম বয়সীদের বিক্রি করা যাবে না সিগারেট, নয়া আইনের পথে সরকার

Date:

ধূমপান(Smoking) স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ খবর এখন আর কারও অজানা নয়। সরকারের তরফে বিপুল সচেতনতা মূলক প্রচার সত্ত্বেও দেশের বাজারে সিগারেট বিক্রিতে সেভাবে কোনও প্রভাব পড়েনি। সাম্প্রতিক সমীক্ষা দাবি করে বয়স্কদের পাশাপাশি যুবকদের মধ্যেও সিগারেটের আসক্তি(Addiction) ক্রমশ বাড়ছে। এহেন পরিস্থিতিতে লাগান টানতেই এবার আইন আনার পথে কেন্দ্রীয় সরকার(Central government)। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সিগারেট এবং তামাক জাতীয় পণ্য কেনার জন্য নূন্যতম বয়স বাড়াতে এবার নয়াবিল আনতে চলেছে সরকার। যার ফলে ২১ বছরের কম বয়সীদের আর সিগারেট বিক্রি করা যাবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Health ministry) সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য (বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা এবং ব্যবসা ও বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিক্রি নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০২০’ বিলের খসড়া প্রস্তুত করে ফেলা হয়েছে। নয়া এই বিলে বলা হয়েছে ২১ বছরের কমবয়সিদের সিগারেট বিক্রি করা যাবে না এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বা কোনও তামাক জাতীয় পণ্য বেচা দণ্ডনীয় অপরাধ হিসেবেই বিবেচিত হবে।

আরও পড়ুন:“মিছিল হবেই” হুঙ্কার বিজেপির, না “আঁচালে বিশ্বাস নেই” কটাক্ষ রত্নার

শুধু তাই নয় সূত্রে খবর ধারা ৭–এও বদল এনে নয়া এই বিলে বলা হয়েছে সিগারেট বিক্রি করতে হলে গোটা প্যাকেট একসঙ্গে বিক্রি করতে হবে। খুচরো সিগারেট বিক্রি করা যাবে না। ধরা পড়লে এবং অপরাধ প্রমাণিত হলে দু বছরের জেল কিংবা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি একই অপরাধের জন্য দ্বিতীয়বার ধরা পড়লে ৫ লক্ষ টাকা জরিমানা বা ৫ বছরের জেল হতে পারে দোষীর। এখানেই শেষ নয় কেন্দ্রের নয়াবিলে বলা হয়েছে, ধূমপান নিষিদ্ধ এলাকায় সিগারেট বা অন্য তামাক জাতীয় পণ্য খেতে গিয়ে ধরা পড়লে ২০০ টাকা জরিমানার বদলে এবার থেকে গুনতে হবে ২০০০ টাকা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version