কোভিডের নতুন স্ট্রেন ঢুকে পড়েছে ভারতে। এই স্ট্রেন আগের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা রুখতে ভারতের হাতে রয়েছে এখান দুটি ভ্যাকসিন। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভ্যাকসিন প্রয়োগের শুরুতে প্রথম সারির যোদ্ধাদের ভ্যাকশিনেশন করা হবে। তাদের অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।

🔸কী অ্যাপ?

অ্যাপের নাম কো-উইন (Co-WIN)। পুরো নাম কোভিড ভ্যাকসিন ইন্টালিজেন্স নেটওয়ার্ক।

🔸ভ্যাকশিনেশনের জন্য কীভাবে এই অ্যাপে আপনার নাম নথিভুক্ত করবেন?



গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে Co-WIN। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুসারে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। তবে এখনই ডাউনলোড করা যাবে না এই অ্যাপ। এই অ্যাপে এখনও কাজ করছে স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তরা। ড্রাই রানের সময় প্রায় ৭৫ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন তাতে।


সাধারণ মানুষের জন্য এই অ্যাপ এখনও চালু হয়নি। জানা গিয়েছে অ্যাপে থাকবে ৪টি মডেল। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। সঙ্গে দিতে হবে পরিচয় পত্রের প্রমাণও।

আরও পড়ুন: ভারত সরকারের নির্দেশে এখনই রফতানি নয় ‘কোভিশিল্ড’, জানালেন পুনাওয়ালা
