Saturday, November 8, 2025

৮০ বছরের ন্যান্সি পেলোসি ফের মার্কিন স্পিকার পদে নির্বাচিত

Date:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ন্যান্সি পেলোসি (nancy pelosi) ফের মার্কিন স্পিকার (US speaker) পদে নির্বাচিত হলেন। যদিও এবার প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর জয় নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে তিনিই জেতেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার পদে ফের নির্বাচিত হন ৮০ বছরের ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি। রবিবার স্পিকার পদে ভোটাভুটি হয়। প্রতিপক্ষ প্রার্থী রিপাবলিকান পার্টির কেভিন ম্যাককার্থিকে মাত্র ৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন পেলোসি। সেইসঙ্গে চতুর্থবারের মতো স্পিকার পদে নির্বাচিত হয়েছেন এই প্রবীণ রাজনৈতিক নেত্রী। পেলোসি পেয়েছেন ২১৬ ভোট। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি পেয়েছেন ২০৯ ভোট।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ন্যান্সি পেলোসিকে এবারের ভোটে নিজের দলের সাংসদদেরই বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির ৫ সাংসদ তাঁকে সমর্থন করেননি। তার মধ্যে দুই জন পদে নেই এমন দুই আইন প্রণেতাকে ভোট দেন এবং অন্য তিনজন শুধু ‘উপস্থিত’ পদে ভোট দিয়েছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ৪৩৫ জন সদস্য হলেও রবিবার ৪২৭ জন ভোট দিয়েছেন। কয়েকজন নবনির্বাচিত কংগ্রেসম্যান করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে থাকার ফলে ভোটাভুটিতে অংশ নিতে পারেননি। হাড্ডাহাড্ডি লড়াই জিতে পেলোসি বলেন, মার্কিন মুলুকের ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন অত্যন্ত গর্বের বিষয়। তবে আমরা এমন এক সময়ে নতুন কংগ্রেস শুরু করেছি যা ভীষণ কঠিন। গত ৯ মাস ধরে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে সমগ্র জাতিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশ্ব মহামারি মোকাবিলাই যে এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তা উল্লেখ করেন ন্যান্সি পেলোসি।

আরও পড়ুন-কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, করোনা রোধে কোনটি বেশি কার্যকরী?

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version