Monday, August 25, 2025

কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, করোনা রোধে কোনটি বেশি কার্যকরী?

Date:

করোনা রোধে কে বেশি কার্যকরী? কোভ্যাক্সিন (Covaxin) নাকি কোভিশিল্ড (Covishield)? রাজ্যজুড়ে, বলা ভাল দেশজুড়ে  এখন এটাই সবথেকে চর্চিত বিষয়। ডিসিজিআই-এর করোনা রোধে কে বেশি কার্যকরী? Covaccineনাকি covishield? রাজ্যজুড়ে, বলা ভাল দেশজুড়ে  এখন এটাই সবথেকে চর্চিত বিষয়। ডিসিজিআই-এর ডিরেক্টর বি  জি সোমানি আশ্বস্ত করেছেন দুটোই সমানভাবে কার্যকরী। ১০০ শতাংশ নিরাপদ। টিকাকরণের পরে দুটোর ক্ষেত্রেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবু প্রশ্ন ওঠে, যেহেতু দুটি প্রতিষেধক বাজারে চলে এসেছে তাই তুলনাও আসবেই। দুটি ভ্যাকসিন কাদের দেওয়া হবে, কীভাবে চলবে টিকাকরণ, তা নিয়ে প্রাথমিক রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে। সবার আগে টিকা দেওয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাদের। ভারত বায়োটেক ( Bharat Biotech)-এর তৈরি করা কোভ্যাক্সিন (Covaxin) সম্পূর্ণ দেশজ। এই ভ্যাকসিনের যাবতীয় প্রক্রিয়াপদ্ধতি চলেছে হায়দরাবাদের ল্যাবে। অন্যদিকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রাজেনেকা মিলে আবিষ্কার করেছে  কোভিশিল্ড (Covishield). ভারতে অবশ্য  সিরাম ইনস্টিটিউট (Serum Institute) এই ভ্যাকসিনের ট্রায়াল করেছে। তবে দুটি ভ্যাকসিনই দেওয়া হবে শর্তসাপেক্ষে ও জরুরি ভিত্তিতে।

ডিসিজিআই (DCGI) জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালে ৮০০ জন স্বেচ্ছাসেবকের উপর  কোভ্যাক্সিন (Covaxin) প্রয়োগ করা হয়েছে। তৃতীয় দফার ট্রায়ালে ২২,৫০০ জনকে দেওয়া হয়েছে টিকা। এছাড়া বেশ কিছু পশুর উপরও প্রয়োগ হয়েছে এই ভ্যাকসিন। প্রতিবারই এই ভ্যাকসিন সুরক্ষিত বলে প্রমাণিত হয়েছে। এমনকী বেশিরভাগ ক্ষেত্রেই করোনা রোধে এই ভ্যাকসিন কার্যকরীও হয়েছে। অন্যদিকে, ২৩,৭৪৫ জনের উপর কোভিশিল্ড (Covishield) প্রয়োগ করা হয়েছে। ডিসিজিআই (DCGI) জানিয়েছে, এই ভ্যাকসিনের কার্যকারিতা ৭০.৪৪২ শতাংশ বলে প্রমাণিত।

দাম কত হবে? এখনও নিশ্চিত করে জানা যায়নি কিছু।  তবে  সিরাম ইনস্টিটিউট (Serum Institute)-এর সিইও অদার পুনাওয়ালা জানিয়েছিলেন, কোভিশিল্ড (Covishield)-এর দাম হতে পারে ৪০০ টাকা। কোভ্যাক্সিন (Covaxin) এর দাম হতে পারে ১০০ টাকারও কম।

আরো পড়ুন-লক্ষ্য বিমল-বিনয়কে মেলানো: ৪৮ ঘণ্টার সফরে অন্তত ২৪টি বৈঠক অভিষেক-পিকে জুটির

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version