Tuesday, August 26, 2025

নিজেকে আরও সুন্দর করতে কত কিনা করে মানুষ। সর্বাঙ্গের ট্যাটু, অলংকারের পাশাপাশি অস্ত্রোপচারও(operation) বহুল প্রচলিত একটি মাধ্যম হয়ে উঠেছে সৌন্দর্য বৃদ্ধির। তবে নিজেকে সুন্দর দেখাতে এই যুবতী যে কান্ডটি করলেন তা চমকে দেওয়ার মতো। কোমর সরু করতে এবং নিজেকে কার্টুন চরিত্রের(cartoon character) রূপ দিতে পাঁজর কেটে বাদ দিলেন আমেরিকা নিবাসী মডেল পিক্সি ফক্স(pixee fox)। তার এহেন কর্মকাণ্ডে তাজ্জব গোটা বিশ্ব।

১৯৮৮ সালে মুক্তি পাওয়ার পর রাতারাতি মেগাহিট হয়ে যায় হলিউডের ছবি ‘হু ফ্রেমড রজার র‌্যাবিট’। তুমুল জনপ্রিয়তা লাভ করে ছবির কার্টুন চরিত্র জেসিকা র‌্যাবিট(Jessica rabbit)। কার্টুন চরিত্রের মত শরীর পেতে এরপর থেকেই উঠেপড়ে লাগেন পিক্সি। তবে সার্জারি ছাড়া এই ধরনের শরীর পাওয়া কখনোই সম্ভব নয়, শুরু হয় অভিজ্ঞ সার্জনের খোঁজ। দক্ষ সার্জনের খোঁজ পাওয়ার পর বিপুল অর্থ ব্যয় করে ২৫ বছর বয়সী ওই মডেল নিজের শরীরে অস্ত্রোপচার করিয়ে ছটি হাড় বাদ দেন পাঁজরের। পাঁজরের হাড় বাদ দেওয়ার জেরে সরু হয়ে যায় কোমর। অস্ত্রোপচারের পর তার কোমরের মাপ মাত্র ১৬ ইঞ্চি। কার্টুন চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে তিনি অস্ত্রপ্রচার করেছেন তার স্তন ও নিতম্বেও। জেসিকার সঙ্গে খাপ খাইয়ে পিক্সির বর্তমান শরীরী মাপ ৩৮-১৬-৩৯ ইঞ্চি। একেবারে কার্টুন চরিত্রের ধাঁচে নিজেকে সাজিয়ে তুলতে নিজের শরীরে মোট পনেরোটি অস্ত্রোপচার করেছেন তিনি। দেহে একাধিক অস্ত্রোপচারের কারণে ইদানিং ভারী খাদ্য হজম করতে পারেন না পিক্সি। খাদ্যতালিকা থেকে বাদ গিয়েছে রুটি, মাংস। বদলে নানা রকম বাদাম, সবজি আর ফল ঠাঁই পেয়েছে খোরাকিতে। সবকিছু মিক্সারে ঘুঁটে নিয়ে সারাদিন নিয়ন্ত্রিত পরিমাণে খেতে পারেন তিনি। যদিও সুন্দর শরীরের জন্য এটুকু কষ্ট দিব্যি মানিয়ে নিয়েছেন ওই যুবতী।

আরও পড়ুন:“মিছিল হবেই” হুঙ্কার বিজেপির, না “আঁচালে বিশ্বাস নেই” কটাক্ষ রত্নার

উল্লেখ্য, সুইডেনে জন্ম পিক্সি নিজের জীবন শুরু করেছিলেন একজন ইলেকট্রিশিয়ান হিসেবে। তবে বর্তমানে আপাদমস্তক শরীর পরিবর্তনের পর পিক্সি এখন জনপ্রিয় মডেল। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৭০ হাজার। নিজের ব্লগে পিক্সি লিখেছেন, ‘আমি নিজেকে মানুষ থেকে জীবন্ত কার্টুনে রূপান্তরিত করছি।’ তাঁর কথায়, ‘এই কার্টুন ক্যারেক্টারগুলো নারীদেহের আদর্শ বৈশিষ্ট্য প্রতিনিধিত্ব করে।’

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version