Tuesday, December 16, 2025

গরুপাচারকাণ্ডে এবার ডিএসপি পদমর্যাদার ৬ অফিসারকে নোটিস সিবিআইয়ের

Date:

গরুপাচারকাণ্ডে এবার রাজ্য পুলিশের ইন্সপেক্টর ও ডিএসপি (DSP) পদমর্যাদার ৬ অফিসারকে নোটিস পাঠাল সিবিআই (CBI)। চলতি সপ্তাহেই তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই কয়েকজনের সঙ্গে কয়লা ও গরু পাচার কাণ্ডে (Coal and Cattle Smuggling) অভিযুক্ত ব্যক্তিদের সরাসরি যোগাযোগ রয়েছে।

আরও পড়ুন : কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের নজরে গনেশ বাগাড়িয়া

এর আগে গরু পাচার কাণ্ডে এক ডিআইজি (DIG) সহ বিএসএফের (BSF) ৪ অফিসারকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। ওই চারজনকে যত তাড়াতাড়ি সম্ভব নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই দফতরে হাজির হতে বলা হয়। সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে, যে চারজনকে নোটিস পাঠানো হয় তাঁদের মধ্যে ২ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট (Assistant Commandant) এবং একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার অফিসার। এর আগে এই মামলায় বিএসএফের কমান্ড্যান্ট (Bsf Commandant) সতীশ কুমারকে (Satish Kumar) গ্রেফতার করেছে সিবিআই। গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকও (Enamul Haque) আত্মসমর্পণ করেছে।

আরও পড়ুন : কয়লা-গরু পাচারকাণ্ড: তিন প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে হানা সিবিআইয়ের

অন্যদিকে গত ৩১ তারিখ, অর্থাৎ বছরের শেষদিনে কলকাতায় তিন প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে সিআরপিএফ-কে (CRPF) সঙ্গে নিয়ে তল্লাশি (Raid) অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ব্যবসায়ী বিনয় মিশ্রের (Binay Mishra) লেকটাউন, রাসবিহারী ও চেতলার (Laketown, Rashbehari, Chetla) বাড়িতে হানা দেয় সিবিআই। কয়লা ও গরু পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে জের করে বিনয় মিশ্রর নাম উঠে আসে।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে জামিন পেলেন গরু পাচার কাণ্ডে ধৃত BSF কম্যান্ড্যান্ট সতীশ কুমার

বিনয় মিশ্র ছাড়াও, কয়লা পাচারকাণ্ডে হুগলির কোন্নগরের কানাইপুরের শাস্ত্রীনগর এলাকার দুই ব্যবসায়ী অমিত সিংহ ও নবীন সিংহের বাড়িতেও হানা দেয় সিবিআইয়ের অফিসাররা। ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version