Tuesday, December 16, 2025

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জের, বিজ্ঞাপণ থেকে সৌরভের ছবি সরাল ফরচুন

Date:

গত বছর জানুয়ারিতে ফরচুন রাইস ব্র্যান অয়েলের (Fortune Rice Bran Oil) ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Brand Ambassador) হিসেবে ঘোষণা করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম। একটি বিজ্ঞাপণও প্রকাশিত হয়েছিল, যাতে দাবি করা হয়েছিল, এই তেল খেলে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড (Heart) ভালো থাকে।

এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গত শনিবার সৌরভ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলিং (Trolling)। বাদ যাননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও (Ex Cricket Players)। কংগ্রেস (Congress) নেতা ও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের (Kirti Azad) টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ফরচুন তেলের বিজ্ঞাপনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সবসময় পরীক্ষিত পণ্যের প্রচার করুন। সচেতন এবং সতর্ক হন। ঈশ্বর মঙ্গল করুন।’

এই ধরণের মিমের জালে জেরবার হয়েই এবার বড় সিদ্ধান্ত নিল আদানি উইলমার (Adani Wilmar)। জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) (BCCI) প্রেসিডেন্টকে মডেল করে যে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল, সেগুলি সবধরনের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেগুলির পরিবর্তে নয়া মোড়কে তৈরি করা হচ্ছে বিজ্ঞাপন। ইতিমধ্যে কাজ শুরু করেছে বিজ্ঞাপন নির্মাতা সংস্থা।

প্রসঙ্গত, গত শনিবার সকালে জিম করতে গিয়ে নিজের বাড়িতেই মাথা ঘুরে পরে যান তিনি সৌরভ। একটি আর্টারি (Artery) ব্লক থাকার কারণে একটি স্টেন্ট বসে। সৌরভের জন্য একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। মহারাজের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ড: সরোজ মণ্ডল (Dr. Saroj Mandal) এবং ড: সপ্তর্ষি বসু (Dr. Saptarshi Basu)। এদিন সকালে আসেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি (Dr. Debi Shetty)। জানান, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version