Saturday, August 23, 2025

ফের জল্পনার কেন্দ্রে রাজ্যের বনমন্ত্রী (Forest Minister) রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। সম্প্রতি, তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজীবের কিছু মন্তব্য ও শুভেন্দুর (Suvendu Adhikary) স্টাইলে রাস্তায় রাস্তায় “অনুগামী”দের পোস্টারে জল্পনায় আরও ইন্ধন জোগায়। তৃণমূলের (TMC) সঙ্গে তাঁর দূরত্বের তত্ত্ব উঠে আসে বিভিন্ন মহল থেকে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আসরে নামেন। রাজীবের অভিমান ভাঙানোর চেষ্টা করেন তিনি। পার্থবাবুর বাড়িতে বেশ কয়েকটি বৈঠক হয়। দু’পক্ষ থেকেই দাবি করা হয়, দলীয় কাজ নিয়ে রুটিন বৈঠক। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। রাজীবের সঙ্গে দলের ফাটল ক্রমশ স্পষ্ট হতে থাকে। মন্ত্রিসভার বৈঠকেও অনুপস্থিত থাকেন রাজীব।

এরপর আজ ফের পার্থ চট্টোপাধ্যায় তাঁর নাকতলার (Naktala) বাড়িতে রাজীবকে ডাকেন। কিন্তু সেই বৈঠকে আসেননি বনমন্ত্রী। এরপর ফের নতুন করে জল্পনা তৈরি হয়। তাহলে কি শুভেন্দুর পথেই এবার রাজীব? যদিও ঘনিষ্ঠ মহলে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) জানিয়েছেন, তাঁর শরীর ভালো নেই। তাই এদিনের বৈঠকে তিনি যেতে পারছেন না। সম্ভবত, যোগ দেবেন না নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও।

আরও পড়ুন – মন্ত্রিত্ব, জেলা সভাপতির পদ ছাড়লেন লক্ষ্মীরতন, নাড্ডার সফরেই কী বিজেপিতে?

এরই মধ্যে অনেকে তাঁর বিজেপি যোগ দেখছেন। চলতি মাসে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah)। হাওড়ায় (Howrah) তাঁর সভা করার কথা আছে। সেখানে নাকি রাজীবের বিজেপিতে (BJP) যোগদান হতে পারে। যদিও এর আগে এমন জল্পনার খবর উড়িয়ে দিয়েছিলেন রাজীব নিজেই।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version