Wednesday, November 12, 2025

দলের প্রবল চাপে আগামী সপ্তাহেই বিজেপির হয়ে মিছিল করতে পারেন শোভন

Date:

Share post:

ফের শিরোনামে ‘বিজেপি নেতা’ কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বিজেপি সূত্রের খবর, গত সোমবার একেবারে শেষমুহুর্তে দলের মিছিলে গরহাজির থাকায় শোভনের বিরুদ্ধে দলীয় পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এই চাপেই শোভন চট্টোপাধ্যায় ‘বদলে’ গিয়েছেন৷ বিজেপির এক শীর্ষ নেতা বুধবার জানিয়েছেন, সোমবার রাত থেকেই শোভনের ওপর চাপ বাড়ানো শুরু করেছে বিজেপি। শোভনের বিরুদ্ধে দলীয় পদক্ষেপেরও ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এই চাপেই ছবি বদলে যায়৷ শোভন নিজেই বিনা শর্তেই এবার বিজেপির হয়ে পথে নামতে আগ্রহ দেখিয়েছেন৷

এর পরই স্থির হয়েছে, আগামী সপ্তাহেই বিজেপি’র কর্মসূচিতে যোগ দিতে পারেন শোভন৷ গত সোমবার বিজেপির পদযাত্রার প্রধান মুখ হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় গরহাজির থাকেন৷ এর ফলে দলের অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে৷ শোভন মিছিলে হাজির না হওয়ায় কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে মিছিল হয়। ওই রাতেই বিজেপি দফতরে শোভনের জন্য বরাদ্দ ঘরে তালাও পড়ে যায়। নেমপ্লেট হিসাবে তাঁর নাম লেখা কাগজটি ছিঁড়ে ফেলা হয়।

আরও পড়ুন : শোভন-বৈশাখীর জন্য “দরজা বন্ধ” বিজেপি রাজ্য দফতরে, খোলা হল নেম-প্লেট

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শোভনের সঙ্গে বৈঠক করেন বিজেপির কলকাতা জোনের আহ্বায়ক দেবজিৎ সরকার। ওই বৈঠকেই আগামী সপ্তাহে শোভনের মিছিল করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে খবর। কবে মিছিল হবে, মিছিল শুরু হবে কোথা থেকে, কোথায় শেষ হবে, তা অবশ্য এখনও স্থির হয়নি৷

Advt

spot_img

Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...