Wednesday, November 5, 2025

‘বিবেকের ডাক’, দলীয় পতাকা ছাড়াই ১২ জানুয়ারি শহরে মিছিল বিজেপির

Date:

একুশের নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগের কোনও সুযোগ হাতছাড়া করতে রাজি নয় রাজ্যের গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই আগামী ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্মদিনে মহামিছিলের ডাক দিলো রাজ্য বিজেপি(BJP)। তবে এই মিছিলে উল্লেখযোগ্য বিষয় হল, মিছিলে দিলীপ ঘোষ(Dilip Ghosh) শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) মত নেতৃত্বরা উপস্থিত থাকলেও দলীয় পতাকা ছাড়া শুধুমাত্র স্বামীজীর ছবি ও জাতীয় পতাকা নিয়ে পথ হাঁটবেন বিজেপি নেতৃত্বরা। স্বামীজির জন্মদিনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচির একটি নাম দেওয়া হয়েছে, তার হোল ‘বিবেকের ডাক’।

আরও পড়ুন:নবান্ন অভিযানে একই মঞ্চে বিজেপি নেতাদের সঙ্গে সোমেন পুত্র রোহন! জল্পনা তুঙ্গে

বিজেপি যুব মোর্চার তরফে আয়োজন করা হয়েছে এই মিছিলের। জানা গিয়েছে, শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে থেকে শুরু হবে এই মহা মিছিল। এরপর দীর্ঘ পথ হেঁটে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে গিয়ে থামবে মিছিলটি। ১২ ই জানুয়ারি এই মহামিছিলে একসঙ্গে রাস্তায় নামবেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, শুভেন্দুবিজেপিতে যোগ দেওয়ার পর একাধিকবার এই দুই নেতাকে একত্রে দেখা গেল পায়ে পা মিলিয়ে মিছিলে হাঁটতে দেখা যায়নি। এবার দেখা যাবে সেই ছবি। পাশাপাশি মিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের। সব মিলিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিনে কোমর বেঁধে মাঠে নামছে রাজ্য গেরুয়া শিবির।

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version