Wednesday, August 27, 2025

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে কঠিন সিরিজ খেলছে টিম ইন্ডিয়া (Team India). তার থেকেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়া থেকেই পেয়েছেন বাবার মৃত্যু সংবাদ, শেষযাত্রায় তাঁর পাশে থাকার সুযোগও হয়নি। এমন ধাক্কা ক’জনই বা সামলাতে পারেন।

তবে বাবার স্বপ্নপূরণ করতে পারার আনন্দ বা তৃপ্তি কোথাও তাঁকে যেন একটা মানসিক শক্তিও জোগাচ্ছে। ছেলে দেশের হয়ে খেলুক। আজীবন এই একটা স্বপ্নই দেখে ছিলেন তিনি। তাই বাবার স্বপ্নকে বাস্তবরূপ দিতে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু বাবা, তাঁর সবচেয়ে কাছের মানুষ। তাঁকে হারানোর বেদনা বা যন্ত্রনাও কম নয়।

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহম্মদ সিরাজ (Mohammad Siraj) সিডনিতে তৃতীয় টেস্টে মাঠে নেমেছেন ভারতীয় দলের জার্সি গায়ে। ম্যাচ শুরুর আগে “জন গণ মন…”, জাতীয় সঙ্গীত বেজে উঠতেই যেন সব আবেগের বাঁধ ভাঙল। ঝরঝর করে চোখ থেকে জল গড়িয়ে পড়ল সিরাজের।

আরও পড়ুন:নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানেও পুরনো দলের সমালোচনা শুভেন্দুর গলায়

প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টে দলে সিরাজ সুযোগ পাননি। দ্বিতীয় টেস্টে অভিষেক হয় তাঁর। হায়দরাবাদের এই পেসার অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে সবাইকে চমকে দেন। তাঁর আগুনে বোলিংয়ে ভর অজিদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরায় ভারত। এদিনও শুরু থেকেই সিরাজের দাপট অব্যাহত ছিল। দাপুটে অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে মাত্রর পাঁচ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরান তিনি। চতুর্থ ওভারে ভরসাযোগ্য ওয়ার্নারকে হারিয়ে চাপের মুখে পড়ে অজি শিবির।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version