Wednesday, August 27, 2025

সমস্ত উদ্বেগকে বাউন্ডারির বাইরে ফেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

Date:

খেলোয়াড়ী জীবনে “বাপি বাড়ি যা স্টাইল”-এ যেমন একের পর এক বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন, এবার ঠিক সেভাবেই সমস্ত উদ্বেগকে বাউন্ডারির বাইরে ফেলে একেবারে মহারাজকীয় প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly)।

সব প্রতীক্ষা-উদ্বেগের অবসান। সম্পূর্ণ সুস্থ হয়ে অবশেষে হাসপাতাল থেকেও ছুটি পেয়ে বাড়ি ফিরলেন সৌরভ। আজ, বৃহস্পতিবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ হাসপাতাল থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসেন সৌরভ। বাইরে বেরিয়ে তাঁর ভক্তদের জন্য হাত নাড়েন। এরপর মাইক তুলে নিয়ে তাঁর আরোগ্য কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আপাতত কয়েকদিন নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। করাতে হতে পারে নানা পরীক্ষা-নিরীক্ষা। হাসপাতাল থেকে বেরিয়ে প্রত্যেক চিকিৎসক এবং উডল্যান্ডস হাসপাতাল (Woodlands Hospital) কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মহারাজ (Maharaj)

এদিন বাড়ি ফেরার আগে হাসপাতালে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “আমি সম্পূর্ণ সুস্থ। সবাইকে ধন্যবাদ জানাব। বিশেষ করে চিকিৎসক ও সাংবাদিকদের অনেক ধন্যবাদ। মেডিক্যাল টিম ঘন্টার পর ঘন্টার আমার জন্য লড়াই করে গিয়েছেন। তাঁদের অসংখ্য ধন্যবাদ। দেবী শেঠীকে (Debi Setty) অনেক ধন্যবাদ জানাব। উনি আমার জন্য সময় দিয়েছেন। সেই সঙ্গে সাংবাদিক বন্ধুরা ঘন্টার পর ঘন্টা হাসপাতালে বাইরে থেকে কভারেজ করে গিয়েছেন। সকলকে অনেক ধন্যবাদ। দ্রুত কাজে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।”

গত ২ জানুয়ারি, শনিবার সকালে জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভূত করেন তিনি। এরপর
আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভরতি হন তিনি। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। ডা. সরোজ মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক। রাইট করোনারি আর্টারি-সহ মোট তিনটি ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্টেন্ট বসানো হয়। মঙ্গলবারই ডা. দেবী শেঠী দেখা করেন সৌরভের সঙ্গে। তারপরই জানিয়ে দিয়েছিলেন, সৌরভ একদম সুস্থ। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়েই আগের মতোই সব কাজ করতে পারবেন তিনি।

জানা গিয়েছিল, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে। ঠিক সেই মতো সকাল সাড়ে দশটার পরই হাসপাতাল থেকে বেরোন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সকলকে ধন্যবাদ জানান তিনি। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর বাড়িতে একজন নার্স থাকবেন।
তিনি সময়মতো ওষুধপত্র দেবেন তাঁকে। প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে চিকিৎসকরা বাড়ি গিয়ে তাঁর শারীরিক পরিস্থিতির দেখভাল করবেন।

 

Related articles

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৭ অগাস্ট (বুধবার) ২০২৫১ গ্রাম               ১০ গ্রামপাকা সোনার বাট     ১০১১৫...
Exit mobile version