Monday, November 10, 2025

সিডনিতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুতেই ফের বৃষ্টির নামল। যদিও স্মিথ-ল্যাবুশান জুটি, দৌলতে ২০০-র গণ্ডি টপকাতে সক্ষম অস্ট্রেলিয়া। ল্যাবুশানের শতরান হাতছাড়া হলেও, লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর গিয়ে দাঁড়িয়েছে ২৪৯/৫।
স্টিভ স্মিথের সঙ্গে একশো রানের পার্টনারশিপ পূর্ণ করার পরেই সাজঘরে ফেরেন মার্নাস ল্যাবুশান। ৭১তম ওভারে জাদেজার পঞ্চম বলে স্লিপে রাহানের হাতে ধরা পড়েন তিনি। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৯৬ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন ল্যাবুশান।৭২তম ওভারে অশ্বিনের চতুর্থ বল বাউন্ডারিতে পাঠিয়ে সিরিজে প্রথমবার ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্টিভ স্মিথ। ১১৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেছেন স্মিথ।

আরও পড়ুন-কোভিড ভ্যাকসিনের ড্রাই রানের জন্য প্রস্তুত মালদহ
৭২ ওভারের শেষে বৃষ্টিতে সাময়িকভাবে খেলা বন্ধ থাকে। যদিও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি।
ইনিংসের ৭৭তম ওভারের ম্যাথিউ ওয়েডকে সাজঘরে ফেরান জাদেজা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৩ রান করে বুমরাহর হাতে ধরা পড়েন ওয়েড। তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ২৩২।
ভারত দ্বিতীয় নতুন বল নেওয়ার পর বুমরাহ সাজঘরে ফেরান ক্যামেরন গ্রিনকে। ৮৫তম ওভারে এলবিডব্লিউ হন গ্রিন। ২১ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ২৪৯ রানের মাথায় ৫ উইকেট হারায়। গ্রিন আউট হওয়া মাত্রই আম্পায়াররা দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষণা করেন। সুতরাং দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে। স্মিথ ব্যাট করছেন ব্যক্তিগত ৭৬ রানে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version