Thursday, August 21, 2025

বদায়ুঁ ধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত মন্দিরের পুরোহিত

Date:

হাথরসের(Hatras) রেশ কাটতে না কাটতেই সম্প্রতি আরও একবার ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তর প্রদেশ(Uttar Pradesh)। উত্তরপ্রদেশের বদায়ুঁতে এক মহিলাকে গণধর্ষণের পর নিশংস ভাবে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত মন্দিরের পুরোহিতকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার(Arrest) করল পুলিশ(Police)।

জানা গিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল মন্দিরের পুরোহিত মহন্ত সত্যনারায়ন। তাকে গ্রেফতার করতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে উত্তর প্রদেশ পুলিশ। এরই মাঝে খবর পাওয়া যায়, উঘাইটি থানার অন্তর্গত একটি গ্রামে তার এক ভক্তের বাড়িতে লুকিয়ে রয়েছে ওই অভিযুক্ত। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে মূল অভিযুক্তকে নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:ট্রায়াল রান চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি এক অঙ্গ নারী কর্মীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে যোগী রাজ্য উত্তর প্রদেশ। অত্যাচার এতটাই নৃশংস ছিল যে ওই মহিলার পাঁজরের হাড় ও পায়ের একাধিক হাড় ভেঙে যায়। গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় ধর্ষকরা। এই নৃশংস অত্যাচার এর পরও পুলিশি নিষ্ক্রিয়তার ছিল চরম রকম। মৃতের পরিবারের অভিযোগ শুরু থেকেই বিষয়টিতে নিস্পৃহ ছিল পুলিশ। ১৮ ঘন্টা পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এফআইআর দায়েরের ক্ষেত্রে করা হয় গড়িমশি। যদিও পরে চাপের মুখে পড়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম(STF)। তারাই প্রথমে দুই অভিযুক্তকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত ছিল অধরা। বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করা হলো তাকেও।

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version