Saturday, August 23, 2025

পৃথক রাজ্যের দাবিতে মোদিকে চিঠি তামাংয়ের, কার উপর চাপ বৃদ্ধি করছেন তিনি? জল্পনা

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Modi) হঠাৎ চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি বিনয় তামাং( Binoy Tamang)৷

চিঠিতে তামাং পৃথক ‘গোর্খাল্যাণ্ড’ রাজ্যের দাবি করেছেন৷ ওই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (CM Mamata Banerjee)৷ এ রাজ্যের বিধানসভা ভোটের প্রাক্কালে বিনয় তামাংয়ের এতখানি ‘সিরিয়াস’ দাবি নিয়ে রাজ্য তথা পাহাড়ের রাজনীতি অন্যখাতে বইতে পারে বলে ধারনা রাজনৈতিক মহলের। পাশাপাশি এ প্রশ্নও উঠছে বিমল গুরুংকে তৃণমূল মদত দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিনয় তামাং কি এবার বিজেপিমুখী ?

সূত্রের খবর, চিঠিতে পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে তামাং লিখেছেন,
“পাহাড়বাসীর একাংশের পৃথক গোর্খাল্যান্ডের দাবি অনেকদিনের। এই দাবিতে পাহাড়বাসী অনেকদিন ধরেই সরব।” অত্যন্ত গুরুত্ব দিয়েই তামাং প্রধানমন্ত্রীকে লিখেছেন, “পূর্ব হিমালয়ের অঞ্চলের অংশ দার্জিলিং। একমাত্র এই এলাকাই উত্তর-পূর্ব ভারত থেকে আলাদা। ভৌগলিক ও আবহাওয়ার দিক দিয়ে দার্জিলিংয়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের বহু মিল রয়েছে। তা সত্ত্বেও ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওনের অধীনে নেই দার্জিলিং, কালিম্পং, তরাই ও ডুয়ার্স। নর্থ-ইস্ট কাউন্সিলের আইন অনুসারে সংশ্লিষ্ট এলাকাকে ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওনের অধীনে আনা হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।” বিনয় লিখেছেন, “অর্থনৈতিক ভাবে দার্জিলিং পিছিয়ে রয়েছে। পরিকাঠামো উন্নয়নেও ঘাটতি রয়েছে। তাই ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওন এর সঙ্গে যুক্ত করে দার্জিলিংয়ের উন্নয়নের দাবি করছি। এতে গোর্খাদের অনেক সুযোগ-সুবিধা মিলবে।”

বিনয় তামাং এখন একথা বললেও গত ৩ বছর ধরে এই ইস্যুতে কোনও কথাই তিনি বলেননি৷ এ সব বলা শুরু করেছেন গুরুং পাহাড়ে ফিরতেই৷ ফের নতুন করে পাহাড়বাসীর আবেগ উস্কে সরাসরি প্রধানমন্ত্রীকেই পৃথক রাজ্যের দাবি জানিয়ে দিলেন বিনয় তামাং৷
গুরুং ফিরতেই পাহাড় রাজনীতিতে নতুন মোড় এসেছে। তামাং কিছুটা কোনঠাসা৷ ভোটের মুখে প্রধানমন্ত্রীর কাছে পৃথক রাজ্যের দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ বিনয় তামাং ঠিক কোনও ইঙ্গিত দিচ্ছেন, সেটাই এখন দেখার৷

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version