Saturday, August 23, 2025

কৃষি আইনের বাতিলের প্রস্তাব: দুদিন বসছে বিধানসভার বিশেষ অধিবেশন

Date:

কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইনের বিরোধিতা করে প্রস্তাব পাশ করা হবে বিধানসভায় (Assembly)। সেই মতোই চলতি মাসের ২৭-২৮ তারিখে বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। কৃষি আইন বাতিলের প্রস্তাব নিয়ে সর্বদলীয় বৈঠকে পাশে থাকতে বাম-কংগ্রেসকে (Left-Congress) আবেদন জানিয়েছে শাসকদল। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, “বিধানসবায় কৃষি বিল সংক্রান্ত আর জিএসটিতে ৫% পর্যন্ত ঋণ গ্রহণ করার যে প্রস্তাব, সেটাও এই অধিবেশনে আলোচনা হবে”।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই ঘোষণা করেছিলেন কৃষি আইনের বিষয় নিয়ে বিধানসভার অধিবেশন আলোচনা হবে। সেই মতো অধিবেশনে কেন্দ্রীয় সরকারের আনা ফার্মার্স প্রডিউস ট্রেডস অ্যান্ড কমার্স অ্যাক্ট ২০২০-এর বিরোধিতা করে প্রস্তাব পাশ করাবে রাজ্য সরকার।

শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে এবিষয়ে আলোচনা হয়। পরে পরিষদীয় মন্ত্রী জানান, ২৭ তারিখে অধিবেশন শুরুর জন্য স্পিকারের কাছে চিঠি জমা দেওয়া হয়েছে। মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে।
কেন্দ্রীয় কৃষি আইন (Agricultural Law) বাতিলের দাবিতে একটি সর্বদলীয় প্রস্তাব আনা হবে। সেই প্রস্তাব বাম কংগ্রেসের পরিষদীয় দলের কাছেও পাঠানো হবে। সঙ্গে কৃষকদের স্বার্থে আইনগুলি  বাতিলের দাবি জানাবে পার্থ।

জিএসটি ৫ শতাংশ বৃদ্ধির দাবিতেও একটি প্রস্তাব আনা হবে। তবে বাজেট অধিবেশন নিয়ে সরকার পক্ষ পরে আলোচনা সাপেক্ষে জানাবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট বাম ও কংগ্রেস। কারণ, তারা দীর্ঘদিন ধরে কৃষি আইনের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাশের দাবি করে আসছিল। কিন্তু বিরোধী বাম-কংগ্রেস পরিষদীয় দলের দাবি, দু’সপ্তাহের জন্য বিধানসভা অধিবেশন করতে হবে। তবে আপাতত দু’দিনই বসছে বিধানসভার বিশেষ পরিবেশন।

আরও পড়ুন : কেন্দ্র- কৃষক বৈঠক ফের ১৫ জানুয়ারি, সমাধান না বেরোলে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version