Sunday, August 24, 2025

ঘরে বাইরে তাঁর ‘দায়িত্বজ্ঞানহীন ভূমিকা’ নিয়ে সমালোচনার ঝড়। আইনসভার ডেমোক্র্যাট সদস্যরা তাঁর বিরুদ্ধে এই মুহূর্তে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চান। মুখ ফিরিয়ে নিচ্ছেন নিজের দল রিপাবলিকান পার্টির অনেক সদস্যও। এই পরিস্থিতিতে প্রবল চাপের মুখে অবশেষে নতি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (donald trump)। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এই প্রথম নিন্দা (condemn) করলেন সমর্থকদের হিংসাত্মক কাজকর্মের (violence)। বললেন, তিনি চান সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করতে। ক্যাপিটল হিলের (capitol hill) ঘটনার পর সর্বত্র মুখ পুড়েছে বুঝেই নিয়মমাফিক ক্ষমতা প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে টানা ১২ ঘণ্টা অ্যাকাউন্ট ব্লক থাকার পর তা খুললে ডোনাল্ড ট্রাম্প নতুন এক ভিডিও বার্তায় বলেছেন, এখন কংগ্রেস নির্বাচনের ফলাফল অনুমোদন করেছে। ২০ জানুয়ারি একটা নতুন প্রশাসনের উদ্বোধন হবে। ট্রাম্প বলেন, এখন আমার লক্ষ্য হবে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে ক্ষমতা হস্তান্তর করা। এই মুহূর্তে দরকার হল নিরাময় ও সবকিছু মিটমাট করে ফেলা। একইসঙ্গে তিনি বুধবারের হামলার নিন্দা করে বলেন, আইনসভায় যারা হিংসা আর তাণ্ডব চালিয়েছে তারা আমেরিকার মত মহান গণতান্ত্রিক দেশের যোগ্য প্রতিনিধি হতে পারে না। নিজেদের ভুল কাজের মূল্য দিতে হবে তাদের। যদিও এর আগে হামলার পরেও সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে তাদের প্রশংসা করেছিলেন ট্রাম্প। কিন্তু ইমপিচমেন্টের মর্যাদাহানি ঘটতে পারে এই আশঙ্কায় হঠাৎ সুর বদল করেছেন তিনি। শোনা যাচ্ছে, ট্রাম্পের একান্ত ঘনিষ্ঠ মহলও তাঁকে ওই ঘটনার নিন্দা করার জন্য চাপ দেয় এবং তাঁকে বোঝানো হয় এরপরেও ভুলভাল বললে তাঁকে রিপাবলিকান পদাধিকারীরাও আর সমর্থন করবেন না।

 

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version