Sunday, November 2, 2025

নবীন পট্টনায়ককে খুনের ষড়যন্ত্র, উড়ো চিঠির জেরে ব্যাপক চাঞ্চল্য ওড়িশায়

Date:

ওড়িশায়(Odisha) মুখ্যমন্ত্রী(chief minister) নবীন পট্টনায়ককে(Naveen Patnaik) খুনের ষড়যন্ত্র। সম্প্রতি এই সংক্রান্ত একটি হাতে লেখা চিঠি এল মুখ্যমন্ত্রী বাসভবন নবীন নিবাসে। বেনামি এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে সতর্ক হওয়ার অনুরোধ করার পাশাপাশি, কোন কোন গাড়ি তার উপরে সর্বক্ষণ নজর রাখছে তাও বিস্তারিত ভাবে জানানো হয়েছে। এই চিঠি কে কেন্দ্র করে বর্তমানে ঘুম ছুটেছে ওড়িশা প্রশাসনের। নিরাপত্তা ব্যাপক বানানো হয়েছে মুখ্যমন্ত্রীর ও তার বাসভবনের।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে যে চিঠি এসেছে সেখানে অজ্ঞাত পরিচয় কোনও এক ব্যক্তি লিখেছেন, পট্টনায়ককে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। তাকে খুন করতে ইতিমধ্যেই সুপারি কিলার(superi killer) নিয়োগ করা হয়েছে। খুনিরা অত্যাধুনিক AK-47 এবং সেমি অটোমেটিক পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছে। ফলে যে কোনও সময় হামলার ঘটনা ঘটে যেতে পারে। চিঠিতে আরও জানানো হয়েছে যেসকল সুপারি কিলার নিয়োগ করা হয়েছে তাঁরা অত্যন্ত দক্ষ। চিঠির(latter) প্রেরকের বয়ান অনুযায়ী, খুনিরা যে কোনও সময় আপনার ওপর প্রাণঘাতী হামলা চালাতে পারে। তাই দয়া করা আপনি খুব সাবধানে থাকুন। এই গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ড নাগপুরের। আপনাকে যে আগ্নেয়াস্ত্র দিয়ে খুনের ছক কষা হয়েছে, তা ওড়িশায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন:ক্যাপিটল বিল্ডিং হামলাকারীদের হাতে ভারতীয় পতাকা, চাঞ্চল্য বিশ্বজুড়ে

চিঠি হাতে আসার পর ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে রাজ্য প্রশাসন। চিঠির প্রেরক ১৭ টি গাড়ির রেজিস্ট্রেশন সহ বিস্তারিত বিবরণ উল্লেখ করে দাবি করেছেন গাড়ি গুলি সর্বদা মুখ্যমন্ত্রীর ওপর নজরদারি চালাচ্ছে এবং এই গাড়িগুলো পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, সিকিম, ওড়িশা ও মহারাষ্ট্রের। এই চিঠির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যাপক বাড়ানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে ওড়িশা প্রশাসন।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version