Wednesday, December 24, 2025

পুষ্পবৃষ্টিতে ৭৫০ মিটারের রোড শো নাড্ডার, রদবদল হল কর্মসূচি

Date:

Share post:

কৃষি আইনকে কেন্দ্র করে দিল্লিতে প্রবল চাপে রয়েছে কেন্দ্রীয় বিজেপি(BJP) সরকার। এহেন পরিস্থিতিতে বিজেপির লক্ষ্য বাংলার কৃষকদের(Farmer) সমর্থন পাওয়া। যার ফলে শনিবার বাংলার শস্য গোলা নামে পরিচিত বর্ধমানের ঝটিকা সফরে হাজির হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। দুপুর ১২ টায় থেকে কাটোয়াতে পা রাখার পর রাধাগোবিন্দ মন্দিরের পুজো দিয়ে সফরসূচী শুরু করেন তিনি। এরপর জনসভা ও কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে ৪:০৬ নাগাদ তিনি শুরু করেন রোড শো। অবশ্য পর্যাপ্ত সময়ের কারণে এ দিন নাড্ডার সফরসূচিতে বেশ কিছুটা রদবদল করেছে বিজেপি নেতৃত্ব।

জানা গেছে, কাটোয়া থেকে বর্ধমানে পৌঁছনোর পর দলীয় কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও, প্রথমেই রোড শোয়ে যোগ দেন নাড্ডা। ক্লক টাওয়ারের সামনে থেকে কার্জন গেট পর্যন্ত মোট ৭৫০ মিটারের এই রোড শোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘আর নয় অন্যায়’ হোর্ডিং দেওয়া সুসজ্জিত কনভয়ে ক্লক টাওয়ারের সামনেথেকে শুরু হয় যাত্রা। রোড শোতে নাটোর পাশাপাশি গাড়িতে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষরাও। গোলাপ ও গাঁদা ফুলের পাপড়িতে ভরে যায় গোটা রাস্তা। ‘জয় শ্রীরাম’ এর পাশাপাশি ‘বন্দেমাতরম’ স্লোগান তুলে উপস্থিত জনতা। ৪:২০ নাগাদ রোড শোতে সাময়িক বিশৃঙ্খলা চোখে পড়ে। ছোট জায়গায় প্রচুর ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভিড় নিয়ন্ত্রণের জন্য কনভয় থেকে নেমে পড়তে দেখা যায় কৈলাস বিজয়বর্গীয়কে। জনতার ভিড় সরিয়ে কনভয়ের রাস্তা পরিষ্কার করতে পুলিশের সঙ্গে হাত লাগাছেন তিনি।

আরও পড়ুন:চাল ভিক্ষা করে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ নাড্ডার

জানা কিছু রোড শো শেষ করার পর সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে পৌঁছে দেবেন জেপি নাড্ডা। সেখান থেকে যাবেন সিন ক্লেয়ার রিসর্টে সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকের পর নির্ধারিত কর্মসূচি শেষে কপ্টারে অন্ডালের উদ্দেশে রওনা দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির।

Advt

spot_img

Related articles

বৈভবের বিশ্বরেকর্ড, সাকিবুলের দ্রুততম শতরান, বিহারের একাধিক রেকর্ড

যুব এশিয়া কাপে ব্যাট হাতে খুব একটা ভালো খেলতে পারেননি, তবে বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy) ব্যাট হাতে...

কুয়াশার জেরে বড়সড় দুর্ঘটনা, ঢোলাহাটে মৃত ১

ঘন কুয়াশার জেরে রাজ্যে দুর্ঘটনার মুখে যাত্রীবাহী বাস। বুধবার ভোরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায়...

যাদবপুরে সমাবর্তনে রাজ্যপাল: ফের অশান্তি তৈরির চেষ্টা SFI-এর

প্রথা মেনে সমাবর্তন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হল বুধবার। তবে শান্তিপূর্ণ সেই সমাবর্তন অনুষ্ঠান ভণ্ডুল করতে ফের একবার...

দলনেত্রীর নির্দেশ: শুক্রেই কর্মীদের সঙ্গে বৈঠকে অভিষেক

নির্বাচনের জন্য যে ঝাঁপিয়ে পড়তে হবে দলের শীর্ষ থেকে বুথস্তরের প্রতিটি কর্মীকে, গত দুমাসে একাধিক বৈঠক থেকে তা...