Thursday, August 21, 2025

রাস্তা ফেরতের দাবিতে ছাতিমতলায় অনশন- অবস্থানে বিশ্বভারতীর উপাচার্য

Date:

রাস্তা ফেরাতে হবে বিশ্বভারতীর হাতে৷ বিশ্বভারতীর (Viswabharati) ছাতিমতলায় এই দাবিতে অনশন-অবস্থান শুরু হয়েছে ৷ অবস্থানে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও (ViceChancellor Bidyut Chakraborty)৷

দাবি, রাজ্যের পূর্ত দফতরকে এখনই বিশ্বভারতীর রাস্তা ফিরিয়ে দিতে হবে৷ ওদিকে, শুক্রবার রাতে উপাসনা গৃহের চারদিকে লাগানো হয়েছে বিজেপির (BJP) পতাকা। নিরাপত্তারক্ষীরা শনিবার সকালেই সেই সব পতাকা খুলে নিয়েছে । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কিছুদিন আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতনের কিছু রাস্তায় পাঁচিল দেওয়ায় পূর্ত দফতরের রাস্তা ফেরত নেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তখন তিনি বীরভূম সফর করছিলেন৷ পোস্ট অফিস মোড় পর্যন্ত বিশ্বভারতীর মধ্যে দিয়ে যাওয়া ৩.৯ কিলোমিটার দৈর্ঘের সেই রাস্তা ফেরতের দাবিতেই শনিবার ঘণ্টাখানেকের প্রতীকী অনশন-অবস্থানে বসেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

অন্যদিকে, উপাচার্যের বিরুদ্ধেও অবস্থানে বসেছেন পড়ুয়াদের একাংশ। গেটের বাইরে উপাচার্যর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন কয়েকজন পড়ুয়া।

এদিকে এদিন সকালে যখন ছাতিমতলায় অনশন অবস্থানে বসছেন উপাচার্য-সহ একাধিক শিক্ষক-পড়ুয়া, তখন সেই এলাকায় বিজেপি-র একাধিক পতাকা ঝোলানো দেখা যায়। নিরাপত্তারক্ষীরা তা দ্রুত সরিয়ে দিলেও শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।
বিজেপির দাবি, তাদের ভাবমূর্তি নষ্ট করতে তৃণমূল এই ষড়যন্ত্র করেছে। তৃণমূল পাল্টা বলেছে, শান্তিনিকেতনকে রাজনৈতিক আখড়া বানানোর চেষ্টা করছে বিজেপি।

আরও পড়ুন:প্ররোচনা ছড়িয়ে হিংসায় মদত, ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version