Thursday, August 28, 2025

‘দেশে বার্ড ফ্লু ছড়াতে কৃষকরা বিরিয়ানি খাচ্ছেন’, বিজেপি MLA-র মন্তব্যে বিতর্ক

Date:

দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের(Farmer) বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তোলেন রাজস্থানের(Rajasthan) কোটার বিজেপি বিধায়ক মদন দিলাবর(Madan Dilabar)। সম্প্রতি এক ভিডিওবার্তায় কৃষকদের বিকৃত মানসিকতার ব্যক্তি বলে অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি এইসব লোক আন্দোলনের নামে ওখানে পিকনিক করছেন। শুধু তাই নয়, সুর চড়িয়ে তার আরও অভিযোগ, তথাকথিত এইসব কৃষক বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু(bird flu) ছড়ানোর চেষ্টা চালাচ্ছে দেশে।

দু মিনিটের ভিডিও বার্তায় দিলাবর নামের ওই বিজেপি বিধায়ক বলেন, ‘কৃষকের নামধারী তথাকথিত কৃষকরা দিল্লি সীমান্তে আন্দোলনরত। কীসের দাবিতে আন্দোলন করছে এরা? কৃষকদের স্বার্থে যে তিনটি বিল আনা হয়েছে তা খারিজ করতে। যাতে কৃষকদের সুবিধা না মেলে। তথাকথিত এই কৃষকদের দেশের জন্য কোন চিন্তা নেই। দেশের সাধারণ মানুষের জন্য কোন চিন্তা নেই। উনাদের জন্য তো আন্দোলন নয় আসলে ওখানে পিকনিক হচ্ছে। চিকেন বিরিয়ানি খাওয়া হচ্ছে কাজু বাদাম খাওয়া হচ্ছে। সমস্ত রকমের বিলাসিতা চলছে। বেশ বদলে ওখানে অনেকেই আসছে। তাদের মধ্যে সন্ত্রাসবাদি ও থাকতে পারে। একাধিক চোর-ডাকাত থাকতে পারে। কেউ কেউ আবার কৃষকদের শত্রুও থাকতে পারে। এইসব লোক দেশকে নষ্ট করার ষড়যন্ত্র করছে।’

আরও পড়ুন:ফের নয়া কৃষি আইনের সমর্থনে সওয়াল দিলীপের

এখানেই থেমে থাকেনি বিজেপি বিধায়ক। তিনি আরো বলেন, ‘চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়া চলছে ওখানে। আমি বুঝতে পারছি এটা বার্ড ফ্লু ছড়ানোর একটি ষড়যন্ত্র। যদি কেন্দ্রীয় সরকার বুঝিয়ে কিংবা বল প্রয়োগ করে এদেরকে এখান থেকে না হঠায় তাহলে আমার আশংকা বড় কিছু সমস্যা হতে পারে। সরকারের কাছে আমার অনুরোধ অবিলম্বে আন্দোলনকারীদের একত্রিত হওয়া থেকে আটকান। এরা রাস্তায় বসে সাধারণ মানুষের সমস্যা তৈরি করছে।’

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version