Thursday, August 28, 2025

আগামী সপ্তাহের শনিবারই ভারতে (India) শুরু হচ্ছে টিকাকরণ। এর মধ্যেই দেশে দৈনিক করোনা (Coronavirus) গ্রাফে ওঠানামা চলছেই। কখনও দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে, কখনও আবার নেমে আসছে ১৬ হাজারে। তবে পরিসঙ্খ্যান ওঠানামার মধ্যে দৈনিক আক্রান্তের তুলনায় দেশে মানুষের সুস্থতার হার বেশি।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৪৫ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৩৩৫। গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে দেশে সংক্রমণের হার ২.২১ শতাংশ, গতকাল যা ছিল ১.৯৯ শতাংশ। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১ কোটি ৪ লক্ষ ৫০ হাজার ২৮৪ মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৯৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৭৫ হাজার ৯৫০ জনই সুস্থ হয়ে উঠেছেন। কোভিডে আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত সব মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার ৯৯৯ জন রোগী প্রাণ হারিয়েছেন।

নভেল করোনাভাইরাসের প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২০১ জন রোগীর। এর মধ্যে মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৫৭ জন। কেরলে মৃতের সংখ্যা ২২ জন। কলকাতায় ২২ জনের মৃত্যু হয়েছে। ১৫ জন রোগী মারা গিয়েছেন ছত্তিশগড়ে। দিল্লি এবং উত্তরপ্রদেশে ১২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ১০ জনের।

আরও পড়ুন-নাড্ডার কর্মসূচির ধারেকাছেও কেন ছিলেন না শুভেন্দু? জল্পনা তুঙ্গে

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version