Sunday, August 24, 2025

বড় দুর্ঘটনা। উড়ান শুরুর চার মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান। ইন্দোনেশিয়ায় (Indonesia) ৬২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে বিমানটি। শনিবার স্থানীয় সময় দুপুর ২.৪০ মিনিটে নাগাদ শ্রীবিজয়া এয়ারলাইন্সের বিমানটির সঙ্গে রেডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর বোয়িং ৭৩৭ বিমানটি (Sriwijaya Air Boeing 737-500) সমুদ্রে ভেঙে পড়ে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

সেই যাত্রীদের মৃতদেহ ও দেহাংশ ভেসে আসছে উপকূলে। বিমানের যাত্রীদের মধ্যে ১০টি শিশুও ছিল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ৬২ জন যাত্রীর মারা যাওয়ার কথা জানা যাচ্ছে। রবিবার সকালে দু’টি ব্যাগ পাওয়া গিয়েছে। যার মধ্যে ছিল যাত্রীর দেহাংশ। অন্যটিতে ছিন্নবিন্ন জিনিসপত্র।

শনিবার বিমানটি জাকার্তা থেকে পোনটিয়ানাকের (Pontianak) উদ্দেশ্যে ওড়ে। বিমানের মধ্যে ছিল ৫৬ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বিমানটিকে ২৯,০০০ ফুট উচ্চতায় ওড়ার অনুমতি দেয়। কিন্তু ১০,৮০০ ফুট উচ্চতায় উচ্চতায় ওঠার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর তল্লাশি শুরু হলে জানা যায় জাকার্তার সিওকার্নো হাট্টা বিমানবন্দর থেকে ১১ নটিক্যাল মাইল দূরে জাভা সাগরে ভেঙে পড়েছে সেটি। ল্যানক্যাং দ্বীপের কাছে সমুদ্রতল থেকে ১৫ মিটার নীচে নিমজ্জিত অবস্থায় বিমানটির ধ্বংসাবশেষ ও যাত্রীদের দেহের খোঁজ পান উদ্ধারকারীরা। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রক ও বিমান সংস্থার তরফে এই দুর্ঘটনার কথা স্বীকার করা হয়েছে। ভেঙে পড়া বিমানটির বয়স প্রায় ২৭ বছর। ১৯৯৪ সালে প্রথম উড়েছিল বোয়িংয়ের বিমানটি।

আরও পড়ুন-৩০০ জঙ্গির মৃত্যু হয়েছিল বালাকোট হামলায়, অবশেষে স্বীকার প্রাক্তন পাক কূটনীতিকের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version