Wednesday, August 27, 2025

জুনিয়র মৃধা খুনে চাঞ্চল্যকর তথ্য, নিজের ফোন থেকে বহু মেসেজ ডিলিট করেন প্রিয়াঙ্কা

Date:

জুনিয়র মৃধা খুনের (Junior Mridha Murder Case) ঘটনায় সিবিআইয়ের (CBI) হাতে আরও এক তথ্য। সিবিআই সূত্রে খবর, জুনিয়রের খুনের দিন প্রিয়াঙ্কা চৌধুরী (Priyanka Chowdhury) ফোন থেকে ডিলিট করা হয়েছে একাধিক মেসেজ। মেসেজগুলি খুনের আগে ও খুনের পরে করা হয়েছিল বলে জানা যাচ্ছে। ডিলিট হওয়া এসএমএসগুলি চন্ডিগড়ের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পুনরুদ্ধার করেছে সিবিআই।

জানা গিয়েছে, জুনিয়র খুনের দিন মেসেজগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জেরা করছেন প্রিয়াঙ্কাকে। এরইমধ্যে জিজ্ঞেসাবাদ করা হয়েছে জুনিয়র মৃধার এক বন্ধু প্রযোজককে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সল্টলেকের বাসিন্দা প্রিয়াঙ্কার দুই পরিচিতকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। তাঁদেরকে আগামী সপ্তাহেই ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। গোয়েন্দাদের দাবি, প্রিয়াঙ্কার ফোন থেকে টালিগঞ্জের এক প্রযোজকের নাম পেয়েছে সিবিআই।

প্রিয়াঙ্কার আইনজীবী অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty) কথায়, “এসএমএস সংক্রান্ত তথ্য আগেই সংগ্রহ করেছিল সিবিআই।”

সিবিআই সূত্রে খবর, ২০১১ সালের ১২ জুলাই রাত ৯টা ২০ মিনিটে জুনিয়র ও প্রিয়াঙ্কার মধ্যে ফোনে শেষবারের মতো কথা হয়। রাত ৯টা ৪০ মিনিটে জুনিয়রের মোবাইল থেকে শেষ মেসেজ যায় প্রিয়াঙ্কার ফোনে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জুনিয়র প্রিয়াঙ্কাকে মেসেজ করেন, আজ তোমার স্বামী বাড়িতে নেই। তাহলে তুমি আমার সঙ্গে দেখা করলে না কেন? তদন্তকারীরা দাবি করেছেন, প্রিয়াঙ্কার তরফে এই হোয়াটসঅ্যাপ মেসেজের কোনও উত্তর দেওয়া হয়নি। এর এক ঘণ্টা পরই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে প্রিয়াঙ্কাকে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই দিন রাতেই জুনিয়রের মৃতদেহ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকেই উদ্ধার হয়।

আরও পড়ুন-ফের উত্তপ্ত কেশপুর-চন্দ্রকোনা

Related articles

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...
Exit mobile version